Wednesday, August 27, 2025

প্রেমের মরসুমে ‘প্রেমিকা’ সেজে প্র*তারণা! দাসপুরে পুলিশের জালে যুবক

Date:

শহর জুড়ে যেন প্রেমের মরসুম। চারিদিকে লাল হৃদয় আকারের বেলুন। সঙ্গে লাল-গোলাপি গোলাপ। সঙ্গে বিভিন্ন উপহারের মাখামাখি প্রেম। কিন্তু এর মধ্যেও হৃদয় ভেঙে বসেছেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের (West Medinipur Daspur) প্রেমিক। কারণ, প্রেমের ফাঁদে প্রতারিত হয়ে ৯০ হাজার টাকা খুইয়েছেন তিনি। শুধু আর্থিক প্রতারণাই নয়, আসলে আরও বড় ধোঁকা হয়েছে তাঁর সঙ্গে। যাঁকে প্রেমিকা বলে মন দিয়েছিলেন, তিনি আসলে পুরুষ!

প্রথমে আলাপ স্যোশাল মিডিয়ায় (Social Media)। তারপর ফোন নম্বর দেওয়া-নেওয়া, তার পর চ্যাট আর ফোনালাপ- দুরন্ত গতিতে এগোচ্ছিল দাসপুরের প্রেম। এমনকী, তিনি এতই মশগুল ছিলেন, যে প্রেমিকার চাহিদা মতো দফায় দফায় প্রায় লাখ খানেক টাকা দেন। কিন্তু খটকা লাগে, যখন তিনি প্রেমিকার সঙ্গে কথা বলতেন তখন মহিলার পাশাপাশি পুরুষের কণ্ঠস্বরও শুনতেন।

ওই মহিলাকণ্ঠী জানিয়েছিলেন তাঁর ভাই মেকআপ আর্টিস্ট। সেই টোর দিয়ে ভাইকে ডেকে পাঠান দাসপুরে। সেখানেই চেপে ধরতে আসল তথ্য জানিয়ে দেন সেই মেকআপ আর্টিস্ট। বলেন, নাম বদলে মেয়ের পরিচয় দিয়ে অ্যাকাউন্ট খোলেন তাঁর দাদা। গলার স্বর বদলে ফোনে কথা বলতেন পুরুষদের সঙ্গে। স্থানীয়দের সহায়তায় ধরা পড়ে প্রেমিকারূপী প্রতারক। পুলিশের (Police) হাতে তুলে দেওয়া হয় তাঁকে। সত্যি জানার পরে নিজেকেই দুষছেন যুবক। আরও সতর্ক হলে এভাবে প্রেমের সপ্তাহে হয়ত মন ভাঙত না তাঁর!

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version