Wednesday, May 7, 2025

দীর্ঘ প্রতীক্ষার অবসান। এখন আর খাবার (Food), ওষুধ (Medicine), মেডিক্যাল রিপোর্ট (Medical Report) সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিস ঘরে বসে পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। শুনতে হবে না ট্রাফিক জ্যাম, রাস্তায় দুর্ঘটনা সহ একাধিক বিষয়ে পরিষেবা বিলম্বিত হওয়ার সমস্যার কথা। দীর্ঘদিন ধরে পরীক্ষানিরীক্ষা চললেও অবশেষে কলকাতায় খুব শীঘ্রই শুরু হচ্ছে ড্রোনের (Drone) মাধ্যমে হোম ডেলিভারি (Home Delivery)। দেশের বেশ কিছু শহরে আগেভাগেই শুরু হয়েছে ড্রোন মারফৎ হোম ডেলিভারি ব্যবস্থা। এবার সেই তালিকায় জুড়তে চলেছে কলকাতার (Kolkata) নাম।

সরকারি সূত্রে খবর, কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল (Air Traffic Control) একটি ড্রোন পরিষেবা প্রদানকারী সংস্থাকে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি বেশ কয়েকদিন আগে থেকেই ড্রোন পরিষেবার ট্রায়াল রানও (Trial Run) হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে হাওড়ার কদমতলা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত একটি প্যাথলজিক্যাল ল্যাবের সংগ্রহ করা নমুনা পাঠানো হয়েছে। আর সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরই মিলেছে সবুজ সংকেত। তবে এমন সাফল্যে উচ্ছ্বসিত কলকাতাবাসী।

সড়ক পথে হাওড়ার (Howrah) কদমতলা থেকে সেক্টর ফাইভের (Sector Five) দূরত্ব ২৫ কিলোমিটার। কিন্তু আকাশ পথে অতিক্রম করতে হয় মাত্র ১৫ কিলোমিটার এবং পনেরো মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। তবে সড়ক পথে গাড়িতে এই পথ অতিক্রম করতে লাগে এক ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার রিপোর্টও ফিরতি পথে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে দেওয়া হয়। তবে কলকাতায় ৬০ মিটার এবং হাওড়ায় ১২০ মিটার ওপর দিয়ে ড্রোন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফোর্ট উইলিয়াম (Fort William), নবান্ন (Nabanna) চত্ত্বর-সহ বেশ কিছু এলাকা নো ফ্লাইয়িং জোন হিসাবে চিহ্নিত করেছে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল। পাশাপাশি কলকাতা বিমান বন্দরে ইতিমধ্যে ড্রোন পরিষেবা পরিচালনার জন্য এটিসি আলাদা একটি সেল তৈরি করেছে।

অন্যদিকে দিল্লির ড্রোন পরিষেবা প্রদানকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও হাওড়ায় আপাতত ১৫টি কেন্দ্রে মোট ১৪ টি রুটে ড্রোন চালু হবে।

 

 

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version