Wednesday, December 17, 2025

নাড্ডাকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক, বিরোধীদের ‘রামধনু জোটে’র কটাক্ষ

Date:

বাংলায় এসে তৃণমূল সরকারকে নিশানা করেছিলেন বিজেপি-র (BJP) সর্বভারতীয় সাভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। কয়েক ঘণ্টার মধ্যেই তার মোক্ষম জবাব দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শেষবেলার প্রচার রবিবার, বিকেলে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “কেন্দ্রের বিজেপি সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমি রাজ্য সরকারের রিপোর্ট কার্ড নিয়ে যাব। দেখি বাংলার জন্য কোন সরকার বেশি কাজ করেছে! এরপরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, লড়াই হবে উন্নয়নের নিরিখে। ধর্ম-ভাগাভাগির বিরুদ্ধে নয়।“

ফের একবার অভিষেক বলেন, বাংলা ভাগ হতে দেবে না রাজ্যের তৃণমূল সরকার। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে বাংলা ভাগ হবে না। এরপরেই বিরোধীদের একযোগে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, রামধনু জোট হয়েছে। বিজেপি-সিপিএম-কংগ্রেস হাত মিলিয়ে লড়েছে। এদিন বাংলায় এসেই নাড্ডা স্বীকার করে নিয়েছেন, এখানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সব আসনে প্রার্থী দিতে পারবে না। এই বিষয়ে বিরোধীদের সমর্থন চেয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সাভাপতি। এর উত্তরেই অভিষেক বলেন, রাজ্যে অনেকদিনই হাত মিলিয়েছে বিরোধীরা। পঞ্চায়েত থেকে শুরু করে সমবায়- সব জায়গায় রামধনু জোট হয়েছে। অভিষেক বলেন, মানুষ আগেও বিরোধীদের পরিকল্পনা বানচাল করে দিয়েছেন, আগামী দিনেও করবেন।

বিরোধীদের কটাক্ষ করে অভিষেক বলেন, “আগে প্রার্থী ঠিক করুন। অসুবিধা হলে আমাকে বলুন। দায়িত্ব নিয়ে বলছি আমি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু দেখে নিন কে, কোথায় দাঁড়াবেন। ক্ষমতা থাকলে তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে, মানুষকে সংগঠিত করে লড়াই করুন।”

অভিষেকের অভিযোগ, “বিচারব্যবস্থার একাংশ, সংবাদমাধ্যমের একাংশ, ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী এবং তদন্তকারী সংস্থাগুলিকে একজোট করে তৃণমূলকে আটকানোর চেষ্টা চলছে।”

আরও পড়ুন- রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ! নিজের কেন্দ্রেই জনরোষের মুখে শান্তনু   

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version