Tuesday, December 2, 2025

জেড প্লাস নিরাপত্তায় দিল্লিতে অমর্ত্য সেন

Date:

Share post:

মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। এবার জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রবিবার সকালে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতীচিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।জমি বিতর্কের মধ্যে শান্তিনিকেতন ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা দেন অমর্ত্য সেন। তাঁর সুরক্ষায় দেখা গেল জে়ড প্লাস নিরাপত্তা। এই প্রথম বার জেড প্লাস নিরাপত্তা বলয়ে দেখা গেল অর্থনীতিবিদকে।

এদিনই পুলিশি পাহারায় শান্তিনিকেতন থেকে কলকাতা রওনা দেন তিনি। কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা তাঁর। বুলেটপ্রুফ গাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সড়কপথে তাঁর গাড়ির সঙ্গে ৮টি গাড়ির কনভয় দেখা যায়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ১৬ ফেব্রুয়ারি ফের শান্তিনিকেতনে ফিরবেন তিনি।

জমি দখলের অভিযোগ নিয়ে অমর্ত্য এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে সংঘাত চরমে উঠেছে। তার মধ্যেই গত ৩০ জানুয়ারি শান্তিনিকেতনে অধ্যাপক সেনের ‘প্রতীচী’র ঠিকানায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে জমি বিবাদে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে থাকার বার্তা দিয়ে তাঁর নিরাপত্তাও বাড়িয়ে দিয়েছিলেন তিনি। মমতা নির্দেশ দিয়েছিলেন, অমর্ত্যকে এখন থেকে রাজ্যের তরফে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে।শনিবারই বিশ্বভারতীকে পাল্টা চিঠি পাঠান অমর্ত্য সেনের আইনজীবী। চিঠিতে তাঁর আইনজীবী দাবি করেন, বিশ্বভারতী কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে।

আইনজীবীর চিঠিতে আরও বলা হয়েছে, ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের নথিতে ২৭০ সুরুল মৌজায় জেএল ১০৪-এর অধীনে ১.৩৮ একর এলাকা অমর্ত্য সেনের পূর্বসূরিদের লিজে দেওয়া হয়। ১.২৫ একর নয়, আদতে ১.৩৮ একর পৈতৃক জমি হিসাবে সরকারি খাতায় নথিভুক্ত থাকা সত্ত্বেও বিশ্বের একজন সম্মানিত ব্যক্তিকে ভিত্তিহীন, কাল্পনিক অভিযোগ এনে বারবার মানহানি করা হচ্ছে।

 

spot_img

Related articles

শুভেন্দুকে ‘কুকুরের’ সঙ্গে তুলনা! ‘সেবাশ্রয়’-এ আশ্রয় দেওয়ার বার্তা দেবাংশুর

সোমবারই শুরু হয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেবাশ্রয় (Sebaashray 2) ক্যাম্প। আর সেই সোমবারেই...

কি চান লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব? রোহিঙ্গা-অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া মন্তব্য প্রধান বিচারপতির

"আপনারা কি চান? আমরা লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব?" রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশ নিয়ে মামলায় কড়া প্রশ্ন তুললেন...

বিসিসিআইয়ের মিটিংয়ের আগেই রোহিত-বিরাটের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচক

বুধবার দ্বিতীয়  একদিনের ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই কর্তাদের। কিন্ত...

ফেব্রুয়ারিতে পাওনা টাকা দিয়ে মার্চ মাসে ফেরত! বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা। পাওনা না দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ রাজ্যক শাসকদলের। এই নিয়ে ফের কেন্দ্রের...