Monday, August 25, 2025

শহর থেকে উধাও শীত। তবে, সকালের তাপমাত্রায় এখনও শীতের আমেজ। সেই আমেজ গায়ে লাগিয়েই ‘Sefe Drive, Save Live’-এর প্রচারে কলকাতা পুলিশের (Kolkata Police) উদ্যোগে হ্যাফ ম্যারাথন অনুষ্ঠিত হল।

কলকাতা শহর-সহ গোটা রাজ্যে পথ দুর্ঘটনা কমাতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর স্লোগান তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্কবার্তায় পথ দুর্ঘটনা অনেক কমেছে। কমেছে প্রাণহানির ঘটনাও। মনে করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রবিবার, পথ নিরাপত্তা সপ্তাহ পালনের সমাপ্তি অনুষ্ঠানে এই কথা বলেন কলকাতা নগরপাল।

তবে পথদুর্ঘটনা কমলেও তাতে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। এই নিয়ে জনসচেতনতা বাড়াতে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। এই উপলক্ষ্যে কলকাতা পুলিশের উদ্যোগে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ। এর শেষদিন রবিবার হাফ ম্যারাথনের (Half Marathon) আয়োজন করেছিল পুলিশ। এদিন সকালে হাফ ম্যারাথনের ফ্ল্যাগ অফ করেন কলকাতা মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty), নগরপাল বিনীত গোয়েল। বিনীত বলেন, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী যখন ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচার শুরু করেছিলেন, তখন থেকে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ দেখা গিয়েছে। তার আগে বছরে গড়ে চারশোর বেশি পথদুর্ঘটনার ঘটনা ঘটত। হত প্রাণহানিও। তবে পরিসংখ্যান বলছে, গত বছর সেই সংখ্যা ১৮৫-তে নেমে এসেছে। দুর্ঘটনা অনেক কমেছে। পাশাপাশি বেড়েছে সচেতনতা। এখন অনেক বেশি লোক হেলমেট পরছেন। হাইস্পিড ও ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভও অনেক কমেছে বলেও দাবি পুলিশের। অনুষ্ঠানের শেষে হাফ ম্যারাথনের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ফিরহাদ হাকিম।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version