Friday, November 7, 2025

গোষ্ঠিদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি! ভরল না নাড্ডার জনসভার মাঠ

Date:

লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই শনিবার সন্ধেয় ফের রাজ্যে এসেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। একাধিক জায়গায় তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। তবে প্রথমেই যে তিনি এমন ধাক্কা খাবেন তা হয়তো নিজেও কল্পনা করতে পারেননি। রাজ্যের নড়বড়ে সংগঠনকে চাঙ্গা করতে দলের কর্মী সমর্থকদের ভোকাল টনিক দেবেন তিনি। অথচ সেখানেই গণ্ডগোল। রবিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে (Purbasthali) নাড্ডার জনসভা ছিল। কিন্তু সেই জনসভাতেই এলেন না বিজেপির অধিকাংশ কর্মী সমর্থক। পূর্বস্থলী থানার ফাঁকা ময়দানেই জনসভা করতে হল তাঁকে। জানা গিয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এদিন সভায় আসেননি বিজেপির (BJP) অধিকাংশ কর্মী সমর্থকরা।

রবিবার সকাল ১১টায় জনসভা মঞ্চে জেপি নাড্ডার উপস্থিত থাকার কথা থাকলেও দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি সভামঞ্চে উপস্থিত হননি। জানা গিয়েছে, এদিনের জনসভায় কর্মী সমর্থকরা সেভাবে উপস্থিত না থাকায় নির্ধারিত সময় মঞ্চে ওঠেননি তিনি। এরপর বেলা পৌনে একটা নাগাদ পূর্বস্থলীতে পৌঁছন নাড্ডা। আর এমন ঘটনা প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের দাবি, শত চেষ্টা করেও বাংলায় লাভের লাভ কিছুই হবে না। দিল্লি থেকে ‘পরিযায়ী পাখির’ মতো নির্বাচনের আগে বাংলায় এসে মানুষের মন জয় করা অতটা সহজ নয়। বিরোধীদের দাবি, আগে সংগঠনের দিকে নজর দিক বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারপর জনসভা এবং বাংলার মানুষকে নিয়ে চিন্তাভাবনা করলেও চলবে।

উল্লেখ্য, এক মাসের ব‌্যবধানে শনিবার সন্ধেয় ফের রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রবিবার দু’জায়গায় জনসভা করার কথা রয়েছে তাঁর। প্রথম সভাটি করবেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এবং দ্বিতীয় সভাটি হওয়ার কথা কাঁথি লোকসভা কেন্দ্রে। তবে শুধু জনসভাই নয় তার পাশাপাশি কাটোয়া ও কাঁথিতে মণ্ডলস্তরের নেতা কর্মীদের নিয়ে বৈঠকে বসবেন নাড্ডা। সেই বৈঠকেই একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে গেরুয়া শিবিরও কার্যত স্বীকার করতে বাধ্য হয়েছে, দলের নিচুতলায় সাংগঠনিক অবস্থা খুব খারাপ। অধিকাংশ বুথেই কমিটি গড়া সম্ভব হয়নি।

 

 

 

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version