ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে সরল ইন্দোরে

এদিন বিসিসিআই টুইট করেন বলে,"বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট হতে চলেছে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। সোমবার টুইট করে এমনটাই জানাল বিসিসিআই। প্রথমে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল ধর্মশালায়। কিন্তু নির্ধারিত সময়ে ধর্মশালার পিচ ঠিক না হওয়ায় ধর্মশালা থেকে টেস্ট সরানো হয়েছে।

এদিন বিসিসিআই টুইট করেন বলে,”বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই টেস্ট হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে।”

ধর্মশালার পিচ থেকে আউটফিল্ড, বদলে ফেলা হয়েছে সব কিছুই। গত বছরের বর্ষাকালের পর সাজানোর কাজ শুরু হয়েছে। তা নির্ধারিত সময়ে শেষ করা যাবে না বলেই ধর্মশালা থেকে টেস্ট সরানো হয়েছে।

হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছিলেন, “পিচের পাশে কিছুটা অংশে এখনও কাজ বাকি রয়েছে। আশা করছি সময়ের মধ্যে কাজ শেষ হবে।” কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সেটা হয়নি। রবিবার বোর্ডের একটি দল ধর্মশালার মাঠ পরিদর্শনে যায়। সব খতিয়ে দেখার পরেই ধর্মশালার মাঠ থেকে টেস্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সোমবার পরিবর্ত স্টেডিয়ামের নাম ঘোষণা করে।

আরও পড়ুন:Breakfast Sports  : ব্রেকফাস্ট স্পোর্টস