মেলায় খেলা দেখাতে গিয়ে ভ*য়াবহ দু*র্ঘটনা! আ*হত বাইক চালক সহ ৯ দর্শক, গ্রেফতার ২

মেলায় খেলা দেখাতে গিয়ে দুর্ঘটনার জেরে জখম হলেন বাইক আরোহী-সহ কয়েকজন দর্শক। আহত বাইক আরোহীকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাতে মুক্তাইচণ্ডী মেলায় ‘মওত কা কুয়া’ খেলা চলছিল। কুয়োর ভিতরে বাইক চালাচ্ছিলেন কয়েক জন। তাঁদের এক জন মোটর সাইকেলের হ্যান্ডেল ছেড়ে চালাচ্ছিলেন। সেই সময় উপর থেকে নীচে পড়ে যান তিনি। মাথায় চোট পান ওই মোটর সাইকেল আরোহী। দুর্ঘটনার জেরে জখম হন ৯ জন দর্শকও।


অন্যদিকে, মোটর সাইকেলটিও নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োর মধ্যে ঘুরতে শুরু করে। কিছু ক্ষণ পর সেটাও নীচে পড়ে যায়। দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে যায় খেলা। অনেকেই খেলার দৃশ্য বন্দি করছিলেন মোবাইলে। সেখান থেকেই দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে।দেখা গিয়েছে, হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন আরোহী।

এদিকে দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে বাইক আরোহী এখনও চিকিৎসাধীন। এই ঘটনার জেরে অভিযোগ দায়ের হয়েছে সালানপুর থানায়।পুলিশ খেলার আয়োজকদের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে।