বৃহস্পতিবার রঞ্জি ফাইনালে ইডেনে নামছে মনোজরা, বিশেষ পদক্ষেপ নিতে চলেছে সিএবি: সূত্র

স্বপ্নপূরণের হাতছানি বাংলা শিবিরের সামনে। আর এই ম‍্যাচকেই স্মরণীয় করে রাখতে চাইছে সিএবি।

বৃহস্পতিবার ঘরের মাঠ ইডেনে রঞ্জি ট্রফির ফাইনাল ম‍্যাচ খেলতে নামছে বাংলা। প্রতিপক্ষ সৌরাষ্ট্র। ১৯৮৯-৯০ সালে শেষ বার ঘরের মাঠে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। ৩৩ বছর বাদে ঘরের মাঠে ফের ফাইনাল। স্বপ্নপূরণের হাতছানি বাংলা শিবিরের সামনে। আর এই ম‍্যাচকেই স্মরণীয় করে রাখতে চাইছে সিএবি। এই ম‍্যাচের উন্মাদনা দেখে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে সিএবি।

বৃহস্পতিবার রঞ্জি ফাইনালে ইডেনে নামছে মনোজরা, বিশেষ পদক্ষেপ নিতে চলেছে সিএবির: সূত্র

জানা যাচ্ছে, বাংলাকে সমর্থন করতে যাতে বেশি সংখ্যক দর্শক ইডেনে হাজির হয়, তার জন্য বিনা মূল্যে ইডেনের দরজা খুলে দেওয়া হচ্ছে সকলের জন্য। ইডেনের বি, সি, কে, এল ব্লকে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা। কোনও টিকিট ছাড়াই। সোমবার কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে সরকারি অনুমতি এবং নিরাপত্তার ব্যবস্থা করবে সিএবি।

তিন বছর আগেও ফাইনালে সৌরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বাংলা। তবে সে বার সৌরাষ্ট্রের ঘরের মাঠে ট্রফি হাতছাড়া হয়েছিল বাংলার। এবার পাল্টা প্রতিশোধ নিয়ে তৈরি বঙ্গ ব্রিগেড।

আরও পড়ুন:এগিয়ে থেকেও সার্ভিসেসের কাছে হেরে গেল বাংলা