দলীয় কর্মীর পা ধরছেন বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি! ভাইরাল ভিডিও ঘিরে বিড়ম্বনায় পদ্ম শিবির

পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের বিড়ম্বনায় বিজেপির (BJP) মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি। তাঁর একটি ভিডিও ভাইরাল ঘিরে চাঞ্চল্য ছড়ায়। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। প্রদ্যুৎ বৈদ্যর (Pradyut Baidya) ভাইরাল ভিডিও (Viral Video)তে দেখা যাচ্ছে দলের এক সক্রিয় কর্মী রায়দিঘির বাসিন্দা নিমাই পালের বাড়িতে গিয়ে টাকা শোধ দিতে না পেরে হাতে-‌পায়ে ধরছেন জেলা সভাপতি। সেই সময় সেখানে উপস্থিত থাকা আরও কয়েকজনেও হাতে-‌পায়ে ধরছেন প্রদ্যুৎ। নিমাই পালের পরিবার সূত্রে খবর, তিনি দেড় লক্ষ টাকার বেশি ধার দিয়েছিলেন প্রদ্যুৎ বৈদ্যকে। টাকার বিনিময়ে নিমাইকে দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও অভিযোগ। কিন্তু দলীয় পদ পাইয়ে দিতে পারেননি। সেই টাকা ফেরত নিয়ে টালবাহানা চলছিল। তখন নিমাই পাল বিজেপির উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানান। এরপরেই প্রদ্যুৎ বৈদ্য নিমাইয়ের বাড়ি গিয়ে হাতে-‌পায়ে ধরেন। এই ভিডিও ভাইরাল হওয়ায় দলের একাংশ যুক্ত বলে দাবি জেলা সভাপতির।

প্রদ্যুৎ বৈদ্য ফোনে কোনও মন্তব্য করতে চাননি। ’’এই ভিডিও যে তুলে ভাইরাল করেছে, তাঁকে জিজ্ঞাসা করুন।’’ তবে এবিষয়ে বিজেপির জেলা কমিটির সহ-সভাপতি সাথী মিত্র বলেন, ’’ভাইরাল যখন হয়েছে, তখন নিশ্চয় কিছু হয়েছে। দলের উচ্চ নেতৃত্ব এ বিষয়টিকে ভেবে দেখার অনুরোধ করব।’’ তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপী হালদার সুর চড়িয়ে বলেন, ’’ বিজেপি দলে সবই টাকা নিয়ে হয়। পদ বিক্রির জন্য টাকা নিয়েছিলেন জেলা সভাপতি। প্রকৃত তদন্ত হলে সব বেরিয়ে আসবে।’’

আরও পড়ুন- দিল্লি সফরে ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ আনন্দের, স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠকের সম্ভাবনা

 

Previous articleজানুয়ারির আইসিসি-র সেরা ক্রিকেটার হলেন শুভমন
Next articleনিয়ম মেনে চাকরি দেবেই রাজ্য: স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর