Sunday, August 24, 2025

মহিলা আইপিএল-এর নিলামে চমক, বাংলার রিচা ঘোষ-স্মৃতি আরসিবিতে, হরমনপ্রীত মুম্বইয়ে

Date:

এবারই প্রথম বার শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। বসেছে মহিলা আইপিএল-এর নিলাম। আর সেই নিলামে চমকে দিলেন ভারতের মেয়েরা। মহিলাদের আইপিএলের নিলামে স্মৃতি মান্ধানাকে নিল আরসিবি। অপর দিকে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

এবারই প্রথমবার শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। তার আগে নিলামে কোন দল কাকে নেয় সে দিকে নজর ছিল সবার। এদিনের নিলামের প্রথমেই ওঠে স্মৃতি মান্ধানার নাম। তাঁকে কিনতে ঝাঁপায় চারটি দল। বেশি লড়াই চলছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ‍্যে। স্মৃতি মান্ধনার বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। চড় চড় করে বাড়তে থাকে তাঁর দাম। শেষ পর্যন্ত বাজিমাত করে আরসিবি। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে কেনে তারা।

আরসিবিতে যোগ দিয়ে স্মৃতি মান্ধনা বলেন,”বেঙ্গালুরুর মতো দলে যেতে পেরে খুব ভাল লাগছে। আইপিএলের শুরু থেকে ওরা খেলছে। আমার প্রতি ভরসা রেখেছে বেঙ্গালুরু। চেষ্টা করব দলকে ট্রফি দেওয়ার। ”

এখানেই না থেমে মান্ধনা আরও বলেন,” এটা মহিলাদের ক্রিকেটের জন্য ঐতিহাসিক ঘটনা। অনেক ঘরোয়া ক্রিকেটার উঠে আসবে। তাতে আখেরে ভারতীয় ক্রিকেটেরই উন্নতি হবে।”

এদিকে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। নিলামে হরমনপ্রীত কৌরকে ১ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে কিনেছে মুম্বই।

মুম্বইয়ে গিয়ে হরমনপ্রীত বলেন,” অনেক দিন ধরেই মুম্বইয়ের খেলা খুঁটিয়ে লক্ষ্য করি। এবার ওদের জার্সি গায়ে মাঠে নামতে পারব ভেবে উত্তেজনা হচ্ছে। মুম্বইকেও একই রকম সাফল্য এনে দিতে চাই।”

এদিকে দীপ্তি শর্মাকে কিনল উত্তরপ্রদেশ। ২ কোটি ৬০ লক্ষ টাকায় বাংলার দীপ্তি গেলেন উত্তরপ্রদেশে। ভারতীয় দলের পেসার রেণুকা সিংকে কেনে বেঙ্গালুরু। তাঁকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় নিল তারা। ২ কোটি ২০ লক্ষ টাকায় জেমিমা রডরিগেজকে নিল দিল্লি ক‍্যাপিটালস। জেমিমার পাশাপাশি শেফালি ভর্মা নিল দিল্লি। ২ কোটি টাকায় বিক্রি হলেন ভারতীয় ওপেনার। ভারতীয় অলরাউন্ডার হারলিন দেওয়ালকে ৪০ লক্ষ টাকাতে কিনল গুজরাত। ১ কোটি ৯০ লক্ষ টাকায় পূজাকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। অপর দিকে বাংলার রিচা ঘোষকে নেয় আরসিবি। ১ কোটি ৯০ লক্ষ টাকায় রিচাকে কিনল তারা। বাংলার তিতাস সাধুকে নিল দিল্লি। ২৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনে নিল তারা।

আরও পড়ুন:বৃহস্পতিবার রঞ্জি ফাইনালে ইডেনে নামছে মনোজরা, বিশেষ পদক্ষেপ নিতে চলেছে সিএবি: সূত্র

 

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version