Thursday, November 13, 2025

টেট এর ধাঁচে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কড়া নিরাপত্তা ব্যবস্থা : মুখ্যসচিব

Date:

এবছর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । আর মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । এই দুই পরীক্ষার প্রস্তুতি নিয়ে সোমবার বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । বৈঠকে এবারের পরীক্ষার নিরাপত্তা নিয়ে বিশেষভাবে সতর্কতা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কড়া নিরাপত্তার ঘেরাটোপে যেভাবে টেট পরীক্ষা হয়েছিল, সেই একই ধাঁচে এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা সামলানো হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই এবারের পরীক্ষাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পরীক্ষার প্রত্যেকটি পদক্ষেপের ওপর নজর রাখতে হবে। বিশেষভাবে প্রশ্নপত্রের সুরক্ষা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় সেই জন্য পুলিশকে বিশেষভাবে নজর দিতে বলেন তিনি। পাশাপাশি পরীক্ষা নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে জেলাগুলি থেকেই কৈফিয়ত তলব করা হবে বলেও এদিনের বৈঠকে জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করেছেন মুখ্যসচিব।

ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রাজ্য জুড়ে কীভাবে হবে তা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি সিসিটিভি বসানোর পাশাপাশি আরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোন পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটলে সেই স্কুলের ফল প্রকাশ স্থগিত করে দেওয়া হবে বলেও স্কুলগুলিকে বিশেষভাবে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

অন্যদিকে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও পরীক্ষা কেন্দ্রে সিসিটিভিকে ব্যবহার করবে। এই জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সবমিলিয়ে পরীক্ষা নিরাপত্তা ব্যবস্থাকেও এবার আঁটোসাঁটো করা হচ্ছে নবান্নের নির্দেশে।সবমিলিয়ে কোভিড পরবর্তী সময়ে সুষ্ঠভাবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া রীতিমতো চ্যালেঞ্জ।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version