Sunday, August 24, 2025

রবিবার আবারও হারের মুখ দেখে চেন্নাইয়ান এফসি। রবিবার চেন্নাইয়ানের কাছে ০-২ গোলে হারে স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। আর এই হারে হতাশ লাল-হলুদ হেড।

ম‍্যাচ শেষে চেন্নাইয়ান ম‍্যাচ নিয়ে সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেন,” প্রথমার্ধে আমরা যে দু-তিনটি সুযোগ পেয়েছিলাম, সেগুলো থেকে গোল করতে পারিনি। দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটের মধ্যেই গোল খাওয়ার ঘটনাটা অদ্ভূত। রেফারির বাঁশির অপেক্ষা না করেই ফ্রি কিক নেওয়া হয় এবং তার পরই গোল হয়ে যায়। আমি যতদূর জানি রেফারির বাঁশি না বাজা সত্ত্বেও কোনও ফুটবলার যদি ফ্রি কিক নেয়, তা হলে তাকে হলুদ কার্ড দেখানো হয়। এক্ষেত্রে সেটা হয়নি। তার পরেও আমরা সমতা আনার চেষ্টা করেছিলাম। কিন্তু ম্যাচের একেবারে শেষ দিকে পাঁচ-ছ’মিনিট আগে গোল হয়ে গেলে আর কি বা করার থাকতে পারে।”

এদিকে প্রথম ছয়ে দল না থাকা নিয়ে স্টিফেন বলেন, “যদি কেউ ভেবে থাকেন আমরা সেরা ছয়ে থাকবই, তা হলে সেটা ঠিক নয়। কারণ, সেরা ছয়ে থাকার মতো দল আমার হাতে নেই। সেই মানের ফুটবলারও নেই আমাদের দলে। তাও যথেষ্ট পরিশ্রম করেছে দলের ছেলেরা। পাঁচটা ম্যাচ জিতেছি, যা এর আগে কখনও পারিনি আমরা। এই ম্যাচের আগে দুটো ম্যাচে অপরাজিতও ছিলাম আমরা। এই মরশুমটা ঠিকঠাক না গেলেও পরের মরশুমে আমরা আরও ভাল প্রস্তুতি নিয়ে নামব। আশা করি, আগামী মরশুমে সেরা ছয়ে থাকতে পারব।”

চলতি আইএসএল-এ আশা শেষ, এবার কি রিজার্ভ দলের কোনও ফুটবলারকে সুযোগ দেবেন ইস্টবেঙ্গল হেড কোচ? এই নিয়ে স্টিফেন বলেন, “শেষ দুটো ম্যাচে আমরা জুনিয়রদের মধ্যে থেকে অনেককে নামাতে পারি। কিন্তু আমাদের তো ফল দরকার। মুম্বই সিটি এফসি ও এটিকে মোহনবাগানের বিরুদ্ধে রিজার্ভ দল নামানোর কোনও পরিকল্পনাও আমাদের নেই। হাতে যারা রয়েছে, তাদের মধ্যে সেরা এগারোজনকেই নামাতে হবে এই দুই ম্যাচে এবং কিছু পাওয়ার আশা নিয়েই দল নামাব।”

আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে সরল ইন্দোরে

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version