Thursday, August 28, 2025

সাগরদিঘির বিজেপি প্রার্থীর সম্পত্তি ৪৩ কোটি টাকার বেশি! পরিসংখ্যানে অস্বস্তিতে গেরুয়া শিবির

Date:

বিভিন্ন সময় সম্পত্তি নিয়ে শাসকদলের নেতা-মন্ত্রীদের নিশানা করে বঙ্গ বিজেপি। কিন্তু সাগরদিঘি (Sagardighi) উপনির্বাচনে দলীয় প্রার্থীর ঘোষিত সম্পত্তির পরিমাণ দেখে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। চোখ কপালে ভোটারদেরও। সাগরদিঘি আসনে উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ধনীতম বিজেপির (BJP) দিলীপ সাহা (Dilip Saha)। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৩ কোটি টাকারও বেশি।

শুধু উপনির্বাচনের প্রার্থী হিসেবেই নয়, গত বিধানসভা নির্বাচনে বিজেপির সবচেয়ে ধনী প্রার্থীদেও টপটে গিয়েছেন দিলীপ। ২০২১ সালে বিজেপির সবচেয়ে ধনী প্রার্থী ছিলেন নলহাটির তাপস যাদব। মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩৪ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৬৭৪ টাকা। তাঁকেও পিছনে ফেলে দিলীপের সম্পত্তির পরিমাণ ৪৩ কোটি ৪২ লাখ ৭০ হাজার ২৯৩ টাকা।

একনজরে দিলীপের সম্পত্তি (টাকার অঙ্কে)

অস্থাবর সম্পত্তি- ৪,২৯,০৮,৮৪২.৪৮
স্থাবর সম্পত্তি- ২৮,৭৫,০০,০০০.০০
দিলীপের স্ত্রীর অস্থাবর সম্পত্তি- ২,০২,১৫,৫১২.৪০
সুস্মিতা সাহার স্থাবর সম্পত্তি ৬,৫০,০০,০০০.০০
পুত্র সুমন সাহার অস্থাবর সম্পত্তি ৯৫,০৬,৬৫৫.৪৩
কন্যা স্নেহা সাহার অস্থাবর সম্পত্তি ৯১,৩৯,২৮৪.৬৩ টাকা
মোট ৪৩ কোটি ৪২ লাখের উপরে

অস্বস্তি ঢাকতে বিজেপির দাবি, ‘‘গোটাটাই তো ঘোষিত সম্পত্তি। দিলীপ সাহার পারিবারিক ব্যবসা রয়েছে। সব সম্পত্তি দেখিয়েছেন বলেই পরিমাণ জানা গিয়েছে।‘‘ তবে, গত বিধানসভা নির্বাচনে দলের ধনী প্রার্থীদের প্রথম ১২ জনই হেরেছিলেন। এটাই ভাবচ্ছে পদ্ম শিবিরকে। এদিকে, বাঁকুড়ার ইন্দাসের বিজেপির নির্মল ধারার হাতে ছিল মাত্র নগদ ১,৭০০ টাকা। তিনি জিতে ছিলেন।

 

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version