Monday, August 25, 2025

মেঘালয়ের অভিষেকের পদযাত্রায় জনসমুদ্র, প্রচারে ঝড় তুলল তৃণমূল

Date:

Share post:

আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ের(Meghalaya) ৬০ আসনে বিধানসভা নির্বাচন(Assembly Election)। এই নির্বাচনে মেঘরাজ্যে ঘাসফুল ফোটাতে কোমর বেধে নেমে পড়েছে তৃণমূল(TMC)। বুধবার প্রচারে এসে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এদিন বিকেল ৫ টা নাগাদ তুরা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে হাওয়াখানা পেট্রোল পাম্প থেকে তুরা(Tura) বাজার পর্যম্ত পদযাত্রা করলেন অভিষেক। এই পদযাত্রায় ভিড় ছিল চোখে পড়ার মতো।

বুধবার তৃণমূলের এই পদযাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন মুকুল সাংমা সহ মেঘালয় তৃণমূলের শীর্ষ নেতারা। পদযাত্রার একেবারে শুরুতে দেখা যায় মেঘালয়ের ঐতিহ্যবাহী বাজনা সহযোগে নাচের অনুষ্ঠান। তারপর রাস্তার দুপাশে জনতার অভিবাদন নিতে নিতে পদযাত্রায় দেখা যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের পিছনে যতদূর দেখা যায় তৃণমূলের পতাকা হাতে উৎসাহী জনতার ভিড়। প্রায় ঘণ্টাখানেকের পদযাত্রা শেষে তুরা বাজারে জনসভা করেন অভিষেক।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জানুয়ারি মেঘালয় রাজ্যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন অভিষেক। সেই ইস্তেহারে আগামী ৫ বছরে মেঘালয়ে (Meghalaya) ৩ লাখ কর্মসংস্থান (Employment) সৃষ্টি করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে অভিষেক বলেছিলেন, ‘২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের মাসে এক হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করবে নতুন তৃণমূল কংগ্রেসের সরকার।’ তৃণমূল ক্ষমতায় এলে মেঘালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপরেও জোর দেওয়া হবে বলে জানান অভিষেক। অভিষেকের পর মেঘালয়ে যেতে পারেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...