Saturday, November 15, 2025

মেঘালয়ের অভিষেকের পদযাত্রায় জনসমুদ্র, প্রচারে ঝড় তুলল তৃণমূল

Date:

আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ের(Meghalaya) ৬০ আসনে বিধানসভা নির্বাচন(Assembly Election)। এই নির্বাচনে মেঘরাজ্যে ঘাসফুল ফোটাতে কোমর বেধে নেমে পড়েছে তৃণমূল(TMC)। বুধবার প্রচারে এসে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এদিন বিকেল ৫ টা নাগাদ তুরা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে হাওয়াখানা পেট্রোল পাম্প থেকে তুরা(Tura) বাজার পর্যম্ত পদযাত্রা করলেন অভিষেক। এই পদযাত্রায় ভিড় ছিল চোখে পড়ার মতো।

বুধবার তৃণমূলের এই পদযাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন মুকুল সাংমা সহ মেঘালয় তৃণমূলের শীর্ষ নেতারা। পদযাত্রার একেবারে শুরুতে দেখা যায় মেঘালয়ের ঐতিহ্যবাহী বাজনা সহযোগে নাচের অনুষ্ঠান। তারপর রাস্তার দুপাশে জনতার অভিবাদন নিতে নিতে পদযাত্রায় দেখা যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের পিছনে যতদূর দেখা যায় তৃণমূলের পতাকা হাতে উৎসাহী জনতার ভিড়। প্রায় ঘণ্টাখানেকের পদযাত্রা শেষে তুরা বাজারে জনসভা করেন অভিষেক।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জানুয়ারি মেঘালয় রাজ্যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন অভিষেক। সেই ইস্তেহারে আগামী ৫ বছরে মেঘালয়ে (Meghalaya) ৩ লাখ কর্মসংস্থান (Employment) সৃষ্টি করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে অভিষেক বলেছিলেন, ‘২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের মাসে এক হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করবে নতুন তৃণমূল কংগ্রেসের সরকার।’ তৃণমূল ক্ষমতায় এলে মেঘালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপরেও জোর দেওয়া হবে বলে জানান অভিষেক। অভিষেকের পর মেঘালয়ে যেতে পারেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ, নওগ্রামে মৃত বেড়ে ৯!

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Red fort area blast) ঘটনার পর তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম...

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...
Exit mobile version