Friday, November 28, 2025

রঞ্জি ফাইনালের আগে জোর প্রস্তুতিতে বাংলা, ফাইনালে দলে একাধিক বদল

Date:

আগামিকাল থেকে ইডেনে বসছে রঞ্জি ট্রফির ফাইনাল ম‍্যাচের আসর। ফাইনালে বাংলার মুখোমুখি সৌরাষ্ট্র। তার প্রস্তুতিতে জোরকদমে ব‍্যস্ত দু’দল। ফাইনালের ঠিক আগের দিন বুধবার দুই দল একসঙ্গে অনুশীলন সারল। এদিন সকাল-সকাল অনুশীলনে নামে বাংলা, তার ঠিক কিছুক্ষণ পরই অনুশীলনে নামে সৌরাষ্ট্র। সৌরাষ্ট্রের অনুশীলনে যোগ দেন জয়দেব উনাদকাট।

অনুশীলনে এদিন জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়াদের সামলাতে অনুশীলনে বাঁ-হাতি নেট বোলারদের ডাকে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘক্ষণ বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে নেটে ব্যাটিং অনুশীলন করলেন অভিমন্যুরা। ঘাম ঝড়ান বোলাররাও। তবে বাংলাকে ফাইনালের আগে ভাবাচ্ছে ওপেনিং সমস্যা। অভিমন্যু ঈশ্বরণ ছাড়া কেউই সে ভাবে রান পাচ্ছেননা। করণ লালের পরিবর্তে অন্য কাউকে ভাবছে দল। তবে সেই বিষয়ে মুখ খুলতে চাননি কেউই। প্রদীপ্ত প্রামাণিকের জায়গায় দলে আসছেন আকাশ ঘটক।

তিন বছর আগে এই সৌরাষ্ট্রের কাছেই হেরেই ফাইনালে ট্রফি জয়ের স্বাদ পায়নি বাংলা। এবার বদলার ম‍্যাচ। তবে বদলা নয় বরং ফাইনাল ম‍্যাচকে অন‍্যতম সেরা ম‍্যাচ হিসাবেই দেখছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। তিনি বলেন, “এসব নিয়ে ভাবছি না। কেউ আলোচনা করলে থামিয়ে দেই। নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চাই। অন‍্যতম একটি ম‍্যাচ এটি। যেখানে ইতিহাস তৈরির সামনে দাঁড়িয়ে আমরা।”

এদিন অনুশীলনের ফাঁকে দুই দলের অধিনায়ক মনোজ তিওয়ারি ও জয়দেব উনারকাট অনুশীলনের ফাঁকে সৌজন্য বিনিময়ও সারলেন। কথা বললেন দীর্ঘক্ষণ। বাংলার অনুশীলনের ফাঁকে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লাদের সঙ্গে কথা বলেন তিনি।

 

আরও পড়ুন:মহিলা প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা বিসিসিআইয়ের

 

 

Related articles

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...
Exit mobile version