Sunday, May 4, 2025

গ্রাহকদের সুখবর দিল দেশের সর্ব বৃহৎ রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক (SBI)। স্থায়ী আমানতের (Fixed Deposite) উপর বর্ধিত সুদের নয়া কর্মসূচির কথা ঘোষণা করল তারা। বুধবার এসবিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) পর্যন্ত অর্থাৎ ২.৫ শতাংশ বাড়বে। বলার অপেক্ষা রাখে না নয়া এই নির্দেশিকায় উপকৃত হবেন এসবিআই গ্রাহকরা।

এসবিআইয়ের নয়া নির্দেশিকা অনুযায়ী ৪০০ দিনের মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার হবে ৭.১ শতাংশ। সংস্থার তরফে জানানো হয়েছে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকেই এই বর্ধিত সুদের হারের নয়া কর্মসূচি কার্যকর হবে। কর্মসূচিটি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ২ কোটি টাকা পর্যন্ত স্থানীয় আমানতের ক্ষেত্রে নয়া এই উচ্চ সুদের হার প্রযোজ্য হবে। উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর নির্বাচিত কিছু ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছিল স্টেট ব্যাঙ্ক। আদানি ইস্যুতে টালমাটাল পরিস্থিতির মাঝে এসবিআইয়ের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ আদানির শেয়ারে পতনের পর জল্পনা শুরু হয়েছিল বড় বিপদে পড়তে চলেছে স্টেট ব্যাঙ্ক। যদিও খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দেন, আদানি শিল্পগোষ্ঠী সঙ্কটে পড়লেও স্টেট ব্যাঙ্কের বিপদের সম্ভাবনা নেই।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version