Monday, August 25, 2025

গ্রাহকদের সুখবর দিল দেশের সর্ব বৃহৎ রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক (SBI)। স্থায়ী আমানতের (Fixed Deposite) উপর বর্ধিত সুদের নয়া কর্মসূচির কথা ঘোষণা করল তারা। বুধবার এসবিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) পর্যন্ত অর্থাৎ ২.৫ শতাংশ বাড়বে। বলার অপেক্ষা রাখে না নয়া এই নির্দেশিকায় উপকৃত হবেন এসবিআই গ্রাহকরা।

এসবিআইয়ের নয়া নির্দেশিকা অনুযায়ী ৪০০ দিনের মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার হবে ৭.১ শতাংশ। সংস্থার তরফে জানানো হয়েছে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকেই এই বর্ধিত সুদের হারের নয়া কর্মসূচি কার্যকর হবে। কর্মসূচিটি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ২ কোটি টাকা পর্যন্ত স্থানীয় আমানতের ক্ষেত্রে নয়া এই উচ্চ সুদের হার প্রযোজ্য হবে। উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর নির্বাচিত কিছু ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছিল স্টেট ব্যাঙ্ক। আদানি ইস্যুতে টালমাটাল পরিস্থিতির মাঝে এসবিআইয়ের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ আদানির শেয়ারে পতনের পর জল্পনা শুরু হয়েছিল বড় বিপদে পড়তে চলেছে স্টেট ব্যাঙ্ক। যদিও খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দেন, আদানি শিল্পগোষ্ঠী সঙ্কটে পড়লেও স্টেট ব্যাঙ্কের বিপদের সম্ভাবনা নেই।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version