Tuesday, November 4, 2025

খারিজ হয়ে গেল জামিনের (Bail) আবেদন। পুলিশ হেফাজতে (Police Custody) ভাঙড়ের আইএসএফ বিধায়ক (ISF MLA) নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকতে হবে নওশাদকে। তবে বুধবার আইএসএফ বিধায়কের বিরুদ্ধে চার্জশিট (Chargesheet) পেশ করে খুনের চেষ্টার ধারা যুক্ত করে পুলিশ। আর সেই ৩২ পাতার চার্জশিট এদিন ব্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) জমা দিলেন লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা। চার্জশিটে খুনের অভিযোগের পাশাপাশি জনজীবন বিপর্যস্ত করা, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ যুক্ত করা হয়েছে চার্জশিটে। তবে এদিন নওশাদকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাঁকে ফের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকতে হবে আইএসএফ বিধায়ককে। বুধবার ব্যাঙ্কশাল আদালতে নিউ মার্কেট থানার দায়ের করা মামলায় নওশাদকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানান সরকারি আইনজীবী।

উল্লেখ্য, এখনও জামিন মেলেনি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। নওশাদের মুক্তির দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে বাম ও বিজেপি শিবির। ভাঙড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। এরই মধ্যে বুধবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় নওশাদকে। প্রিজন ভ্যানে করে এদিন আদালতে নিয়ে আসা হয় বিধায়ককে। উল্লেখ্য, ভাঙড়ে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে গত ২১ জানুয়ারি ধর্মতলা (Dharmatala) অবরুদ্ধ করে তুমুল বিক্ষোভ দেখায় আইএসএফ। সেই বিক্ষোভেরই নেতৃত্ব দিয়েছিলেন আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে পুলিশ বিক্ষোভ তুলতে গেলে হামলা চলে বলে অভিযোগ। ইট-পাথরের আঘাতে মাথা ফাটে পুলিশকর্মীদের। ঘটনার পরই নওশাদ সহ বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে। আর সেই মামলাতেই এতদিন জেলে ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।

আর জেল হেফাজত শেষে বুধবারই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। হেয়ার স্ট্রিট থানার গত ২১ জানুয়ারি রুজু করা মামলার ২৫ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দিল লালবাজার। নওশাদ সিদ্দিকী সহ মোট ২০ জনের নামে এদিন চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেই চার্জশিটে নওশাদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়েছে। অন্যদিকে, নিউ মার্কেট থানার দায়ের করা অপর একটি মামলায় আজই নওশাদ সিদ্দিকীকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়। তবে এদিন ব্যাঙ্কশাল আদালতে নওশাদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, ভাঙড়ের বিধায়কের বিরুদ্ধে কলকাতা পুলিশের করা হেয়ার স্ট্রিট থানার মামলায় চার্জশিট হয়ে গিয়েছে অর্থাৎ তদন্ত শেষ হয়ে গিয়েছে। তা হলে নতুন করে তাঁকে আর হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই বলে সওয়াল করেন তিনি। নওশাদের বিরুদ্ধে ৩০৭ নম্বর ধারায় হত্যার চেষ্টার অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবী। তবে সব পক্ষের কথা শুনে নওশাদের জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর দিদ্ধান্ত নেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। তিনি সাফ জানিয়ে দেন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকতে হবে নওশাদকে।

 

 

Related articles

কমিশনের ‘ঐতিহাসিক’ SIR! আধার কার্ড বাতিলে যোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা

ঘটা করে দেশের মানুষের জন্য আধার কার্ড ব্যবস্থা তৈরি করা হয়েছিল। যে কার্ডকে ইউনিক পরিচিতির নম্বর হিসাবে তুলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...

হিরে-সোনা সঙ্গেই বাড়ছে বিজ্ঞাপনের পারিশ্রমিক, জানুন স্মৃতিদের প্রাপ্তি তালিকা

বিশ্বকাপ(ICC World cup) জয়ের পরই ভারতীয় মহিলা ক্রিকেটারদের বাড়ছে ব্র্যান্ড ভ্যালু। বিশ্বকাপ জয়ের পরই রাতারাতি মহাতারকা হয়ে উঠেছেন...
Exit mobile version