Sunday, May 11, 2025

মোদি সরকারের ভুল আর্থিক নীতিতে ভুগছে বাংলার মানুষ, কেন্দ্রের সমালোচনায় চন্দ্রিমা

Date:

Share post:

বুধবার রাজ্য বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করতে করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিশানা করেন কেন্দ্রের মোদি সরকারকে। বাজেট পেশের সময় তিনি একাধিকবার বাংলার প্রতি কেন্দ্রীয় “বঞ্চনা”র কথা তুলে ধরেন। বাংলার উন্নয়নের গতি রুদ্ধ হওয়ার ক্ষেত্রে কেন্দ্রের আর্থিক বঞ্চনাকে কাঠগড়ায় তোলেন চন্দ্রিমা। প্রাপ্য টাকা ঠিকমতো না দেওয়ায় ভুগতে হচ্ছে মানুষকে। কেন্দ্রের অদূরদর্শিতার জন্য বাংলার মানুষ আজ সমস্যায়। চন্দ্রিমার দাবি, ভুল আর্থিক নীতি, নোটবন্দি এবং অসম্পূর্ণ জিএসটি-এর খেশারদ দিতে হচ্ছে সাধারণ মানুষকে, লঙ্ঘিত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো।

এদিন বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলার আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.৪১ শতাংশ, যা গোটা দেশের তুলনায় বেশি। ‘দুয়ারে সরকার’ প্রকল্পে ৭ কোটির বেশি মানুষ উপকৃত হয়েছেন। সেই তথ্য তুলে ধরে কেন্দ্রকে একহাত নেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, ”কেন্দ্রীয় সরকারের ভুল আর্থিক নীতি, নোটবন্দি এবং অসম্পূর্ণ জিএসটি শুধু সাধারণ মানুষ ভুগছেন তাইই নয়, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘিত হচ্ছে।” রাজ্যের অর্থমন্ত্রীর আরও সংযোজন, “জিএসটি ক্ষতিপূরণের সময়সীমা অনুরোধ করেছিলাম। কিন্তু কেন্দ্র সেটা কানে তোলেনি। চলতি বছর ২৪.৪৪ শতাংশ বেশি রাজস্ব জিএসটি খাতে আদায় হয়েছে। রিটার্ন বেড়েছে ৭০ থেকে ৯৫ শতাংশ।”

এদিন বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, “দেশের জনসংখ্যার ৬৪ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। কিন্তু কেন্দ্র কৃষি, ১০০ দিনের কাজ সবক্ষেত্রে নির্মমভাবে বাজেটে কাটছাঁট করেছে। লজ্জাজনকভাবে কাটছাঁট করা হয়েছে মিড-ডে মিলের বরাদ্দেও।”

আরও পড়ুন:মোদি সরকারের ভুল আর্থিক নীতিতে ভুগছে বাংলার মানুষ, কেন্দ্রের সমালোচনায় চন্দ্রিমা

 

 

spot_img

Related articles

সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন,...

সাক্ষাৎ করতে চান: শুনেই পাকিস্তানে আটক জওয়ান পুর্নম কুমারের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থেমেও থামছে না। আর এই পরিস্থিতি কতটা উদ্বেগের মধ্যে ফেলছে হুগলির রিষড়ার বিএসএফ জওয়ান পুর্নম...

আগামী ১৬ মে থেকে শুরু হতে পারে আইপিএল

সরকারীভাবে ঘোষণা না হলেও আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল(Ipl)। তবে ২৫ নয় আইপিএল(Ipl)...

অপারেশন সিন্দুর: শাড়িতে-কেকে ভারতীয় সেনাকে কুর্নিশ

পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)।...