Sunday, August 24, 2025

বিশ্ববাসীকে চমকে দিয়ে এবার টুইটারের (Twitter) নতুন সিইও খুঁজে পেলেন ইলন মাস্ক (Elon Musk)। এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) নতুন সিইওকে (CEO) সামনে এনে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন টুইটারের কর্ণধার। তবে কোনও মানুষ নন, নিজের সারমেয়কেই টুইটারের নতুন সিইও-র আসনে বসিয়ে রসিকতা করলেন মাস্ক। মাইক্রো ব্লগিং (Micro Vlogging) সাইটের কর্ণধার মনে করেন এই পোষ্যটি (Dog) টুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালের থেকে অনেক বেশি দক্ষ। আর মাস্কের এমন পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, টুইটারের দায়িত্ব নেওয়ার পরই ইলন মাস্ক পরাগ আগরওয়ালকে তাঁর দায়িত্ব থেকে বরখাস্ত করেন। পরাগের পাশাপাশি টুইটারের আইনি প্রধান বিজয়া গাড্ডে (Vijaya Gadde) এবং সিএফও (CFO) নেল সেগালকেও চাকরি থেকে বিতাড়িত করেছিলেন মাস্ক। এদিন মাস্কের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, একগুচ্ছ নথিপত্তির সামনে চেয়ারে বসে আছে তাঁরই নিজের পোষ্য ফ্লোকি। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাস্ক। পোষ্যর গায়ে রয়েছে কালো ফুলহাতা টিশার্ট। বুকের উপর লেখা রয়েছে সিইও। চোখে রয়েছে চশমা। ছবিটি পোস্ট করে মাস্ক লেখেন, নতুন সিইও আগের যিনি সিইও ছিলেন তাঁর চেয়ে অসম্ভব রকমের ভালো। অন্য আর একটি টুইটে তিনি লেখেন, সংখ্যার হিসেব-নিকেশের ব্যাপারেও তাঁর পোষ্য অতুলনীয়।

তবে মাস্ক আচমকা কেন এই পোস্ট করলেন, তার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কিন্তু এই পোস্ট টুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালকে (Parag Agarwal) উদ্দেশ্য করেও, করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। যদিও সরাসরি কারও নাম নেননি মাস্ক।

 

 

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-ক পারফরম্যামন্স নিয়ে গর্বিত অভিষেক, দিলের শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version