Thursday, August 21, 2025

ঘরের মাঠে ফের জয় অধরা পিএসজি-র। লিয়োনেল মেসি, নেইমার এবং  এমবাপের দল চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হারল। ঘরের মাঠে এই হার পিএসজিকে আরও কঠিন লড়াইয়ের সামনে ঠেলে দিল। কেননা দ্বিতীয় পর্বে তাদের খেলতে হবে বায়ার্নের ঘরের মাঠে। সেখানে অপ্রতিরোধ্য বায়ার্নকে হারানো অত্যন্ত কঠিন।

বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন কিংসলে কোমান।কাকতালীয়ভাবে পিএসজি-র যুব দল থেকেই বেড়ে উঠেছেন কোমান। এমনকী বেশ কয়েক বছর সিনিয়র দলে খেলেছেন। তিনিই দ্বিতীয়ার্ধে গোলটি করেন। তথ্য বলছে ২০২০-র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন-পিএসজি ম্যাচে কোমানই গোল করেছিলেন। এ বারও গোল করে জার্মান ক্লাবকে কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে দিলেন তিনি।

এদিন মেসি এবং নেইমার শুরু থেকেই দলে ছিলেন। চলতি বছরের ঘরের মাঠে  পাঁচটি ম্যাচে হারল পিএসজি। প্রথমার্ধে পিএসজি ভাল খেললেও দ্বিতীয়ার্ধে বায়ার্ন চাপ বাড়াতে থাকে এবং গোলও পেয়ে যায়। আগামী ৮ মার্চ মিউনিখে দ্বিতীয় পর্বের খেলা।

বায়ার্নের কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, “প্রথম ২৫ মিনিট আমরা ভালই খেলেছি। মাঠে সেরা দলটাই জিতেছে। গুরুত্বপূর্ণ জয়, কিন্তু দ্বিতীয় পর্ব এখনও বাকি।” অনেকেই মনে করেছিলেন যে এই ম্যাচে চোটের কারণে এমবাপে খেলতে পারবেন না। কিন্তু দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামতেই আক্রমণে ঝাঁঝ আসে  পিএসজির। নিজের ছন্দেই ছিলেন এমবাপে।

তাঁর করা গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৭৪ মিনিটে তাঁর দুর্দান্ত শট বাঁচান বিপক্ষ গোলকিপার ইয়ান সমার। তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি।সংযুক্তি সময়ে মেসিকে ট্যাকল করতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখেন বঁজামা পাভা।

যদিও ঘরের মাঠে হেরেও আত্মবিশ্বাসী এমবাপে মনে করেন, শেষ আটে ওঠা সম্ভব। ম্যাচের পর তিনি বলেছেন, ম্যাচের শেষ দিকটা মনে করুন। পিছিয়ে থেকেও আমরা লড়াই করেছি এবং ওদের উপর চাপ দিয়েছি। আশা করি দ্বিতীয় পর্বে দলের খেলোয়াড়রা নিজেদের নিংড়ে দেবে। এই ম্যাচে খেলার কথা ছিল না। কিন্তু সতীর্থদের সাহায্য করতেই মাঠে নামি।

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version