Wednesday, August 20, 2025

মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে ‘ভয়’! রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক এড়ালেন শুভেন্দু

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা। বুধবার সকালে টুইট (Tweet) করে জানিয়েছেন তিনি। এবছর ১৫ জন তথ্য কমিশনার পদে আবেদন করেছেন। সেখান থেকেই চূড়ান্ত করতেই এই বৈঠক।

বিজেপির সবসময় অভিযোগ থাকে, তাদের না কি বিরোধীদল হিসেবে কোথাও ডাকা হয় না। কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক পেয়েও তা এড়াচ্ছেন খোদ বিরোধী দলনেতা। রাজনৈতিক মহলের মতে, মমতার (Mamata Banerjee) মুখোমুখি হতে ‘শঙ্কিত’ শুভেন্দু। বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণের সময় তাঁরই নেতৃত্ব চূড়ান্ত অভব্যতা করেন বিজেপি বিরোধীরা। রাজ্যপালের দিকে কাগজ ছুড়ে মারা হয়। এরপর অধিবেসন থেকে ওয়াকআউট করেন তাঁরা। পরে জবাবি ভাষণের দিনেও বলতে উঠে অধ্যক্ষের বিরুদ্ধে চরম অভব্য আচরণ করেন শুভেন্দু। তাঁকে সাসপেনশনের প্রস্তাব করেন বিধায়ক তাপস রায়। কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং শুভেন্দুর হয়ে স্পিকারের কাছে ক্ষমা চেয়ে সেই সাসপেনশন আটকান। এই পরিস্থিতিতে আর মমতার মুখোমুখি হতে পারছেন না বিরোধী দলনেতা।

বুধবার দুপুর ১টায় বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠক হয়। প্রোটোকল মেনে সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকের কিছুক্ষণ আগেই টুইটে শুভেন্দু জানান, তিনি বৈঠকে যোগ দেবেন না। এরপর বৈঠক শুরুর কিছুক্ষণ আগে তিনি চিঠি পাঠান। তাতে শুভেন্দুর অভিযোগ, আবেদনগুলি সংশ্লিষ্ট নির্দেশিকা লঙ্ঘন করেছে। ইতিমধ্যে পূর্বনির্ধারিত প্রার্থীকে অনুমোদন করে দেওয়া হয়েছে। কিন্তু এই অভিযোগ তো শুভেন্দু বৈঠকে গিয়েও বলতে পারতেন! বৈঠকে এড়াতে হল কেন?

এর আগে একবার মুখ্যমন্ত্রী ঘরে গিয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন শুভেন্দু। সেই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপিতে কোণঠাসা হয়েছিলেন শুভেন্দু। রাজনৈতিক মহলের মতে, শাঁখের করাতের মতো অবস্থা শুভেন্দুর। সেই কারণেই মমতার সাক্ষাৎ এড়াচ্ছেন তিনি।

 

 

spot_img

Related articles

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...