Monday, August 25, 2025

উত্তপ্ত কন্নড় রাজনীতি! টিপু সুলতান ইস্যুতে বিজেপি নেতাকে কড়া চ্যালেঞ্জ ওয়েইসির

Date:

“আমি টিপু সুলতানের (Tipu Sultan) নাম নিলাম। দেখি তুমি আমার কী করতে পারো”। বৃহস্পতিবার গেরুয়া শিবিরকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। জানা গিয়েছে, বুধবারই কর্ণাটক বিজেপির সভাপতি নলিনকুমার কটীল (Nalin Kumar Katil) দাবি করেন, কর্ণাটকের পবিত্র মাটিতে বেঁচে থাকার কোনও অধিকারই নেই টিপু সুলতানের অনুগামীদের। আর বিজেপি সভাপতির এমন মন্তব্য শুনে রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন ওয়েইসি। সাম্প্রদায়িক মেরুকরণ ঘটিয়ে অশান্তির চেষ্টার অভিযোগে নলিনের বিরুদ্ধে কেন্দ্র এবং কর্ণাটকের বিজেপি সরকারকে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন মিম প্রধান।

উল্লেখ্য, কর্নাটকের (Karnataka) কোপ্পল জেলার ইয়েলাবুর্গা শহরে বুধবার বিজেপির একটি কর্মসূচিতে বক্তৃতা দিচ্ছিলেন কর্ণাটক বিজেপির সভাপতি নলিন। তিনি আরও বলেন, আমরা ভগবান রাম, ভগবান হনুমানের ভক্ত। আমরা টিপু সুলতানের বংশধর নই। আসুন টিপুর বংশধরদের তাঁদের দেশে ফেরত পাঠাই! তাঁর এমন মন্তব্যের পরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে কন্নড় রাজনীতিতে। ইতিমধ্যে কংগ্রেস নলিনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।

তবে, এর আগে হিজাব (Hizab) বিতর্কে সরব হয়েছিলেন আসাদউদ্দিন। তিনি সাফ জানিয়েছিলেন ব্রিটেনের মসনদে যদি একজন ভারতীয় বসতে পারেন তাহলে ভারতও একজন হিজাব পরিহিত মহিলা প্রধানমন্ত্রী পাবে। আর মিম প্রধানের এমন মন্তব্যের পরই শোরগোল পড়ে যায়। পাশাপাশি বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করে আসাদুদ্দিন ওয়াইসি আরও বলেন, গেরুয়া পার্টি হালাল মাংসের বিরোধিতা করে। মুসলিমদের জীবনযাত্রা নিয়েও কটাক্ষ করে তাঁরা। আসলে বিজেপি মুসলিম বিরোধী দল। তবে এখানেই থেমে থাকেননি তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে মিম প্রধান বলেন, প্রধানমন্ত্রী কেবল মুখেই বলেন সবকা সাথ সবকা বিকাশ। বাস্তবে সরকারের চিন্তাভাবনা একেবারে আলাদা। আদতে সংখ্যালঘুদের দমিয়ে রাখার চেষ্টা করে বিজেপি সরকার।

 

 

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...
Exit mobile version