Sunday, November 16, 2025

নজরে আদিবাসী ভোট, নির্বাচনী সকালে মোদির মাথায় ত্রিপুরার ঐতিহ্যবাহী পাগড়ি

Date:

নির্বাচন কমিশনের(Election Commission) নিয়ম অনুযায়ী নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে বন্ধ রাখতে হয় সবরকম প্রচার। তবে ‘ধরি মাছ না ছুঁই পানি’র মত সোশ্যাল মিডিয়ার জামানায় প্রচারের অন্য পথ বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ত্রিপুরায়(Tripura) যখন চলছে ভোট গ্রহণ পর্ব ঠিক সেই সময় দিল্লিতে দাঁড়িয়ে ত্রিপুরার আদিবাসী মন পেতে ভিন্ন পথে প্রচার সারলেন মোদি। আদিবাসী সংস্কৃতি তুলে ধরতে জাতীয় আদিবাসী উৎসব আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। সেই অনুষ্ঠানে ত্রিপুরার আদিবাসী জনজাতিদের ঐতিহ্যবাহী পাগড়ি মাথায় দিল্লিতে দেখা গেল মোদিকে। এই অনুষ্ঠান থেকে আদিবাসী জনজাতিদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার দিল্লিতে আদিবাসী উৎসবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, “আদিবাসী সমাজের উন্নতি আমার নিজের ভাবনার সঙ্গে জড়িয়ে আছে। যখন প্রধানমন্ত্রী হইনি, তখন ভারতের কোণে কোণে আদিবাসীদের সঙ্গে সময় কাটিয়েছি। আদিবাসীদের থেকে অনেক কিছু শিখেছি। আপনাদের কাছে এলে মনে হয় নিজের মানুষদের সঙ্গে আছি। জঙ্গল-নদী-পাহাড়ের সঙ্গে একাত্মতা গড়ে তোলার প্রেরণা দেন আদিবাসীরা।”

নাম না করে ত্রিপুরার উদ্দেশ্যে বার্তা দিয়ে মোদি বলেন,”আজ, ভারতের ঐতিহ্যবাহী পণ্যের চাহিদা, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের তৈরি পণ্যগুলির চাহিদা ক্রমাগত বাড়ছে। উত্তর-পূর্বাঞ্চলের পণ্য এমনকি বিদেশেও রপ্তানি হচ্ছে। বাঁশের পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পূর্ববর্তী সরকারের আমলে বাঁশ কাটা এবং এর ব্যবহার আইনত নিষিদ্ধ ছিল। আমরা বাঁশকে ঘাসের ক্যাটাগরিতে নিয়ে এসেছি এবং এর উপর সমস্ত নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে করে বাঁশের পণ্য বড় শিল্পের অংশ হয়ে উঠছে।” উত্তর-পূর্বাঞ্চল অর্থে মোদি যে ত্রিপুরার কথাই বলেছেন তা আদালা করে বলার প্রয়োজন পড়ে না।

মোদি আর কী কী বললেন এদিন?

‘বিজেপির আমলে ৮০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী কাজ করছে’
‘এই সব গোষ্ঠীতে দেড় লক্ষের বেশি আদিবাসী কাজ করছেন’
‘চলতি বাজেটে ঘোষিত পিএম বিশ্বকর্মা যোজনায় আদিবাসী হস্তশিল্পীরা উপকৃত হবেন’
‘বিজেপির আমলে আদিবাসী যুবক-যুবতীদের উন্নতি হচ্ছে’
‘আদিবাসী শিশুদের ভবিষ্যতের উন্নতি বিজেপি সরকারের প্রাথমিক লক্ষ্য’
‘নতুন শিক্ষানীতির দৌলতে নিজের ভাষায় পড়তে পারছেন আদিবাসীরা’
‘এই এলাকা মাওবাদী উপদ্রুত ছিল, এখন সব কা বিকাশ নীতির ফলে তাঁরা মূলস্রোতে ফিরে আসছেন’
‘আদিবাসী এলাকায় বিজ্ঞান চর্চা হচ্ছে, তাঁরা যোগাযোগ ব্যবস্থায় উন্নতমানের ফোর জি-র সুবিধা পাচ্ছেন’
‘এই প্রথম কোনও আদিবাসী মহিলা ভারতের রাষ্ট্রপতি’
‘বিজেপির আমলে প্রথম আদিবাসী ইতিহাসকে গুরুত্ব দেওয়া হচ্ছে’
‘অমৃত মহোৎসব দেশের ভুলিয়ে দেওয়া ইতিহাসকে মনে করাচ্ছে’
‘আদি মহোৎসবকে কেন্দ্রীয় সরকার জন আন্দোলনে রূপান্তরিত করবে’

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version