Thursday, November 13, 2025

ত্রিপুরায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের ব্যাপক বোমাবাজি, পাল্টা হুঁশিয়ারি তিপ্রা সুপ্রিমোর

Date:

হাইভোল্টেজ ত্রিপুরা বিধানসভা ভোটে সকাল থেকেই অশান্তির খবর। সাধারণ মানুষকে বুথমুখি হতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিরোধী দলের পোলিং এজেন্টদের মারধর করেছে বলে অভিযোগ গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। যদিও গেরুয়া সন্ত্রাসকে উপেক্ষা করে সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। মহিলাদের ভোট দেওয়ার প্রবণতা চোখে পড়ার মতো।

ত্রিপুরার কাঁকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ উঠল এবার। অন্যদিকে, বিশালগড়ে দুই বাম কর্মীর বাড়িতে বোমা মারারও অভিযোগ উঠেছে। এর আগে আজ সকালেই মুখ্যমন্ত্রী মানিক সাহা অবশ্য অভিযোগ করেছিলেন, বোমার সংস্কৃতি বাম-কংগ্রেসের। সেখানে তাঁরই দল এখন বোমাবাজির অভিযোগে অভিযুক্ত। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা মানিক সরকার অভিযোগ করলেন, অনেক দলীয় কর্মী মার খেয়েছেন বিজেপি কর্মীদের হাতে। এভাবে চলতে থাকলে, পাল্টা তাঁরাও প্রতিরোধ গড়ে তুলবেন। ভোটের নামে প্রহসন হতে দেবেন না।

এদিকে তিপ্রা মথার প্রধান প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মন বলেন, “বিধানসভা নির্বাচনে ৯০ শতাংশ ভোট পড়বে, এ বিষয়ে আমি আশাবাদী। ত্রিপুরার মানুষ আমাদের সুযোগ দেবে।” শাসকদলের বিরুদ্ধে অশান্তি করার অভিযোগও তোলেন প্রদ্যোৎ। ভোটের পর বিজেপি যদি ঘোড়া কেনাবেচার চেষ্টা না করে, তার জন্য আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন প্রদ্যোৎ মাণিক্য। তাঁর হুঁশিয়ারি, চাইলে তাঁরা বিজেপির সাংসদ কিনে নিতে পারেন।

ত্রিপুরার মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, এখনও পর্যন্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনে। তিনি আরও জানান, প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ত্রিপুরার গোমতীতে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব দেব। ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা কোনও নির্বাচনকেই ছোট বা বড় বলে মনে করি না। জনতাই আমাদের কাছে সব এবং আমাদের কর্তব্য হল তাদের সম্মান করা। সাধারণ মানুষই আমাদের ২০১৮ সালে ক্ষমতায় এনেছিলেন। এবারও তাই হবে।”

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...
Exit mobile version