Wednesday, December 3, 2025

শততম টেস্টে নামার আগে কী বললেন পূজারা?

Date:

Share post:

আগামিকাল শততম টেস্ট খেলতে নামছেন চেতেশ্বর পূজারা। তার আগে আবেগে ভাসলেন ভারতীয় দলের এই তারকা ব‍্যাটার। দীর্ঘ ১৩ বছর ধরে ভারতের হয়ে খেলছেন। দল থেকে বাদ পড়েছেন আবার ফিরে এসেছেন। শততম টেস্টের আগে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন পূজারা।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে পূজারা বলেন,” এটা খুবই বিশেষ মুহূর্ত। আমার বাবা যিনি কিনা আমার ক্রিকেট হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন। আমার কোচ ওনাকে অনেক ধন‍্যবাদ। আমার পরিবার আমার স্ত্রী পাশে থাকার জন‍্য। আমার কাছে এই ম‍্যাচটা একটা স্মরণীয়। তবে আমার ফোকাস জয়। কারণ আমাদের লক্ষ‍্য বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপে যাওয়া এবং জয় পাওয়া।”

এদিকে শততম টেস্ট ম‍্যাচে নামার আগে নিজের সেরা ম‍্যাচকে বাছলেন পূজারা। পূজারা সবার আগে রাখলেন অভিষেক ম্যাচে ৭২ রানের ইনিংসকে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেন, “ওই রানটা না হলে হয়তো আর কোনও দিন টেস্ট খেলা হতই না। তারপর, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরান। উপমহাদেশের বাইরে আমার প্রথম। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিন্নাস্বামীতে ৯২ রান, ২০১৮-১৯ সফরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৩, সেবারই গাব্বায় ৫৬ রান, যখন আমার গায়ে একাধিক বল লেগেছিল।”

গতবছর দল থেকে বাদ পড়েছিলেন। তা সত্ত্বেও নিজের উপর বিশ্বাস হারাননি পূজারা। দলে ফরো নিয়ে পুজারা বলেন,”দল থেকে বাদ পড়ার পর রাহুল ভাই এবং বিক্রম রাঠৌরয়ের সঙ্গে কথা বলি। স্পষ্ট ভাবে জানতাম যে কী কী কাজ করলে আবার ভারতীয় দলে সুযোগ মিলবে। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে সুযোগ পাই। আমি প্রস্তুত ছিলাম। সাসেক্সের বিরুদ্ধে অনেক রান করায় আত্মবিশ্বাসী ছিলাম।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে হোটেল সমস্যায় ভারতীয় দল

 

 

 

spot_img

Related articles

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...