Wednesday, January 14, 2026

শততম টেস্টে নামার আগে কী বললেন পূজারা?

Date:

Share post:

আগামিকাল শততম টেস্ট খেলতে নামছেন চেতেশ্বর পূজারা। তার আগে আবেগে ভাসলেন ভারতীয় দলের এই তারকা ব‍্যাটার। দীর্ঘ ১৩ বছর ধরে ভারতের হয়ে খেলছেন। দল থেকে বাদ পড়েছেন আবার ফিরে এসেছেন। শততম টেস্টের আগে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন পূজারা।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে পূজারা বলেন,” এটা খুবই বিশেষ মুহূর্ত। আমার বাবা যিনি কিনা আমার ক্রিকেট হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন। আমার কোচ ওনাকে অনেক ধন‍্যবাদ। আমার পরিবার আমার স্ত্রী পাশে থাকার জন‍্য। আমার কাছে এই ম‍্যাচটা একটা স্মরণীয়। তবে আমার ফোকাস জয়। কারণ আমাদের লক্ষ‍্য বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপে যাওয়া এবং জয় পাওয়া।”

এদিকে শততম টেস্ট ম‍্যাচে নামার আগে নিজের সেরা ম‍্যাচকে বাছলেন পূজারা। পূজারা সবার আগে রাখলেন অভিষেক ম্যাচে ৭২ রানের ইনিংসকে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেন, “ওই রানটা না হলে হয়তো আর কোনও দিন টেস্ট খেলা হতই না। তারপর, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরান। উপমহাদেশের বাইরে আমার প্রথম। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিন্নাস্বামীতে ৯২ রান, ২০১৮-১৯ সফরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৩, সেবারই গাব্বায় ৫৬ রান, যখন আমার গায়ে একাধিক বল লেগেছিল।”

গতবছর দল থেকে বাদ পড়েছিলেন। তা সত্ত্বেও নিজের উপর বিশ্বাস হারাননি পূজারা। দলে ফরো নিয়ে পুজারা বলেন,”দল থেকে বাদ পড়ার পর রাহুল ভাই এবং বিক্রম রাঠৌরয়ের সঙ্গে কথা বলি। স্পষ্ট ভাবে জানতাম যে কী কী কাজ করলে আবার ভারতীয় দলে সুযোগ মিলবে। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে সুযোগ পাই। আমি প্রস্তুত ছিলাম। সাসেক্সের বিরুদ্ধে অনেক রান করায় আত্মবিশ্বাসী ছিলাম।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে হোটেল সমস্যায় ভারতীয় দল

 

 

 

spot_img

Related articles

রাজকোটে শতরান করে নয়া নজির, সেলিব্রেশন বদলে ফেললেন রাহুল

বিরাট রোহিতদের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল(KL Rahul )। ফের একবার ভারতীয় ব্যাটিংয়কে ভরসা দিলেন কঠিন সময়ে। শতরান...

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২ এপ্রিল...

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...