তুনিশার মৃ*ত্যুরহ*স্যের চার্জশিটে অভিনেতা শীজ়ান খানের নাম !

২০২২ সালের ডিসেম্বরে রহ*স্যজনক মৃ*ত্যু হয় অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma)। অভিনেত্রী আত্মহ*ত্যা করলেও তাঁর মা অভিযোগের আঙুল তোলেন প্রেমিক শীজ়ান খানের দিকে।

অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) আত্মহ*ত্যা কাণ্ডের চার্জশিট পেশ করল ওয়ালিভ পুলিশ। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল ভাসাই আদালতে (Vasai court) যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে নাম রয়েছে শীজ়ান খানের (Sheezan Khan)। অভিনেতা ইতিমধ্যেই আইনি হেফাজতে রয়েছেন বলে খবর।

২০২২ সালের ডিসেম্বরে রহ*স্যজনক মৃ*ত্যু হয় অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma)। অভিনেত্রী আত্মহ*ত্যা করলেও তাঁর মা অভিযোগের আঙুল তোলেন প্রেমিক শীজ়ান খানের দিকে। তুনিশাকে আত্মহত্যা করার জন্য তাঁর প্রেমিক প্ররোচিত করেছিলেন বলে তুনিশার মা যে অভিযোগ করেন তার ভিত্তিতে প্রাথমিকভাবে শীজানকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ায় ২৫ ডিসেম্বর গ্রেফতার করা হয় অভিনেত্রী প্রেমিক শীজ়ান খানকে। এরপর জানুয়ারি মাসে বোম্বে হাইকোর্টে শীজ়ানের জামিনের আবেদন করা হয়। যদিও তা নাকচ হয়ে যায়। সেই মামলার শুনানিতে আজ চার্জশিট দিল পুলিশ।