Monday, November 10, 2025

জয় শাহর চাপেই নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা চেতন শর্মার!

Date:

শেষ পর্যন্ত নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা। সচিব জয় শাহের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। দু’দিন আগেই সচিব জয় শাহ জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই তাঁর ভাগ্য নির্ধারণ করা হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে চেতন শর্মাকে। ইডেনে প্রথম দিনের রঞ্জির ফাইনাল ম্যাচ দেখেন তিনি। কিন্তু শুক্রবার সকালেই ইস্তফা পত্র পাঠিয়ে দিয়ে কলকাতা ছাড়েন তিনি। তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে খবর।

ঘটনার সূত্রপাত কিছু দিন আগে। একটি টিভি চ্যানেলের ‘স্টিং অপারেশন’-এ নাম জড়িয়েছিল চেতনের। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মধ্যে ইগোর লড়াই, যশপ্রীত বুমরার ব্যথা কমানোর ইঞ্জেকশন, এমনকী চোট লুকিয়ে জোর করে জাতীয় দলে খেলার মতো নানান বিষয় নিয়ে নিজের বক্তব্য রেখেছিলেন তিনি। বিসিসিআই সূত্রে জানা গেছে, তিনি তার চুক্তি অনুযায়ী এই ধরনের কথা বলতে পারেন না। তারই পরিণাম ইস্তফা ।এই নিয়ে প্রধান নির্বাচকের পদ থেকে চেতনের ইস্তফা।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর চেতন-সহ গোটা নির্বাচক কমিটিকেই অপসারিত করেছিল বোর্ড। নির্বাচক চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল বোর্ডের ওয়েবসাইটে। তাতে আবেদন করেন চেতনও। আশ্চর্যজনক ভাবে তাঁকে নির্বাচন করা হয় এবং নির্বাচক কমিটির চেয়ারম্যানও করে দেওয়া হয়। বোর্ডের সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা কম হয়নি । নতুন করে নির্বাচক প্রধান হওয়ার মাস খানেকের মধ্যেই বিতর্কে জড়িয়ে পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন চেতন শর্মা।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version