Saturday, August 23, 2025

জয় শাহর চাপেই নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা চেতন শর্মার!

Date:

শেষ পর্যন্ত নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা। সচিব জয় শাহের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। দু’দিন আগেই সচিব জয় শাহ জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই তাঁর ভাগ্য নির্ধারণ করা হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে চেতন শর্মাকে। ইডেনে প্রথম দিনের রঞ্জির ফাইনাল ম্যাচ দেখেন তিনি। কিন্তু শুক্রবার সকালেই ইস্তফা পত্র পাঠিয়ে দিয়ে কলকাতা ছাড়েন তিনি। তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে খবর।

ঘটনার সূত্রপাত কিছু দিন আগে। একটি টিভি চ্যানেলের ‘স্টিং অপারেশন’-এ নাম জড়িয়েছিল চেতনের। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মধ্যে ইগোর লড়াই, যশপ্রীত বুমরার ব্যথা কমানোর ইঞ্জেকশন, এমনকী চোট লুকিয়ে জোর করে জাতীয় দলে খেলার মতো নানান বিষয় নিয়ে নিজের বক্তব্য রেখেছিলেন তিনি। বিসিসিআই সূত্রে জানা গেছে, তিনি তার চুক্তি অনুযায়ী এই ধরনের কথা বলতে পারেন না। তারই পরিণাম ইস্তফা ।এই নিয়ে প্রধান নির্বাচকের পদ থেকে চেতনের ইস্তফা।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর চেতন-সহ গোটা নির্বাচক কমিটিকেই অপসারিত করেছিল বোর্ড। নির্বাচক চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল বোর্ডের ওয়েবসাইটে। তাতে আবেদন করেন চেতনও। আশ্চর্যজনক ভাবে তাঁকে নির্বাচন করা হয় এবং নির্বাচক কমিটির চেয়ারম্যানও করে দেওয়া হয়। বোর্ডের সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা কম হয়নি । নতুন করে নির্বাচক প্রধান হওয়ার মাস খানেকের মধ্যেই বিতর্কে জড়িয়ে পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন চেতন শর্মা।

 

Related articles

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...
Exit mobile version