Monday, May 5, 2025

হিন্ডেনবার্গের রিপোর্ট(Hindenbarg Report) প্রকাশ্যে আসার পর বেহাল অবস্থা আদানি গোষ্ঠীর(Adani Group)। নিয়ম করে প্রতিদিন আদানির শেয়ারে পতন অব্যাহত রয়েছে। এহেন পরিস্থিতিতে এবার সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আঙুল তুললেন মার্কিন ধনকুবের জর্জ সোরস(George Soros)। তিনি জানালেন, আদানি ইস্যুতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ধাক্কা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সম্ভাবনাকে তৈরি করবে। একইসঙ্গে তিনি জানান, এই ইস্যুতে নরেন্দ্র মোদিকে জবাব দিতে হবে। মার্কিন ধনকুবেরের মন্তব্যে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। যদিও এর পাল্টা তোপ দেগে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর দাবি, ভারতের গণতান্ত্রিক হস্তক্ষেপ করার চেষ্টা করছে বিদেশি শক্তি। এর বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করার আরজি জানিয়েছেন তিনি।

সম্প্রতি জার্মানির মিউনিখে একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন জর্জ। সেখানেই আদানি কাণ্ড নিয়ে তাঁকে বলতে শোনা যায়, “মোদি এই বিষয় নিয়ে এখনও নীরব। কিন্তু তাঁকে জবাব দিতেই হবে। এই ঘটনা ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় মোদির রাশকে দুর্বল করে দেবে।” একইসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, এবার ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। তাঁর এহেন মন্তব্য থেকে পরিষ্কার, তিনি বলতে চাইছেন ভারতে এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থা নেই। উল্লেখ্য, জর্জ সোরস ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামের এক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুদান দেয় তাঁর সংস্থা।

তবে মার্কিন ধনকুবের যে মন্তব্য করেছেন তাঁর তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি(Smriti Irani)। তিনি বলেন, এই ধরনের মন্তব্য ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা। এটা ভারতের বিরুদ্ধে বিদেশি চক্রান্ত। স্মৃতি ইরানি বলেন, “প্রত্যেক ভারতীয়র কাছে আমার আরজি, জর্জ সোরসকে যথোপযুক্ত জবাব দিন।” বিরোধীদের তরফেও এই মন্তব্যের প্রতিবাদ করা হয়েছে। এপ্রসঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের বলেন, আদানি ইস্যু নিয়ে জর্জ সোরসের মাথা ঘামানোর কোনও প্রয়োজন নেই।

Related articles

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...
Exit mobile version