Saturday, January 31, 2026

‘স্বচ্ছতা’ নিয়ে প্রশ্ন! আদানি কাণ্ডে বিশেষজ্ঞ কমিটি গঠনের ‘কেন্দ্রীয় শর্ত’ খারিজ সুপ্রিম কোর্টের 

Date:

Share post:

আদানি ইস্যুতে (Adani Issue) দেশের অর্থনীতিতে কী প্রভাব পড়েছে তা খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) কাছে বিশেষজ্ঞ কমিটি গঠনের জন্য একাধিক শর্ত চাপিয়েছিল নরেন্দ্র মোদি সরকার(Narendra Modi Government)। তবে শুক্রবার সেই সমস্ত শর্ত সরাসরি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (D Y Chandrachud) নেতৃত্বাধীন বেঞ্চ মুখবন্ধ খামে স্পষ্ট জানিয়েছে, বিশেষজ্ঞ কমিটির নাম দেওয়ার শর্ত মানা হলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকবে না।

উল্লেখ্য, হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেশের রাজনীতিতে শোরগোল পড়ে যায়। স্বভাবতই মুখ পোড়ে কেন্দ্রের মোদি সরকারের। পাশাপাশি আদানি ইস্যুতে সুপ্রিম কোর্টেও একাধিক প্রশ্নের মুখে জর্জরিত হতে হয় কেন্দ্র এবং সেবিকে। সেই মামলাতেই গত শনিবার বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। এরপর সোমবার সু্প্রিম কোর্টকে কেন্দ্র সাফ জানায়, তিনটি শর্তের ভিত্তিতে তারা বিশেষজ্ঞ কমিটি গঠন করতে রাজি। তবে সেই কমিটির সদস্য কারা হবেন তা মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। তবে শুক্রবার মামলার শুনানি চলাকালীন এই বিষয়টিতে আপত্তি তোলে সুপ্রিম কোর্ট। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় এক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা প্রয়োজন। মুখবন্ধ খামে (Sealed Cover) সেই স্বচ্ছতা রক্ষা করা একেবারেই অসম্ভব। আর সেকারণেই খারিজ করে দেওয়া হল কেন্দ্রের সমস্ত শর্ত।

তবে এদিন শীর্ষ আদালতে কেন্দ্র জানায়, মূলত তিনটি শর্তের ভিত্তিতে তারা বিশেষজ্ঞ কমিটি গঠন করতে রাজি। সেগুলি হল কমিটির সদস্য কোন বিশেষজ্ঞরা হতে পারেন, তা ঠিক করবে কেন্দ্রীয় সরকার এবং মুখবন্ধ খামে তা সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে। পাশাপাশি বিশেষজ্ঞ কমিটির বিচার্য বিষয় ঠিক করবে কেন্দ্রই। পাশাপাশি শেয়ার বাজার নিয়ামক সংস্থা সেবির পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, এমন কোনও বার্তা যেন জনসাধারণের কাছে না পৌঁছয়, তা নিশ্চিত করতে হবে।

 

 

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...