Thursday, August 21, 2025

ত্রিপুরায় “Silence Period”-এ টুইটে ভোট প্রচার, বাম-বিজেপি-কংগ্রেসকে বিধিভঙ্গের নোটিশ কমিশনের

Date:

হাইভোল্টেজ ত্রিপুরা বিধানসভা ভোটে (Tripura Assembly Election) আদর্শ আচরণ বিধিভঙ্গের অভিযোগ। যা থেকে ছাড় পেল না শাসক বিজেপি (BJP) থেকে বিরোধী সিপিএম ও কংগ্রেস। ভোটের দিন বিধিভঙ্গের জন্য এই তিনটি দলকে কড়া নোটিশ পাঠাল জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission )। আজ, শুক্রবারের মধ্যে তিনটি দলের কাছে জবাব চাওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের দাবি, গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীনই আদর্শ আচরণ বিধিভঙ্গ করেছে বিজেপি-সিপিএম-কংগ্রেস। কিন্তু কোন আইন ভেঙেছে এই তিন রাজনৈতিক দল। নির্বাচনের আইন অনুযায়ী, ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হয়। কমিশনের পরিভাষায় একে বলে “Silence Period”, এই সময়কালের মধ্যে ভোটারদের প্রভাবিত করা আইন বিরুদ্ধে কাজ। কিন্তু ভোট চলাকালীন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে লাগাতার প্রচার চালিয়েছে এই তিন দল। এবং সেই মর্মেই জবাব চেয়ে নোটিশ ধরানো হয়েছে তাদের। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, “Silence Period-এ টুইট করে ভোট চাওয়া আদর্শ আচরণ বিধিভঙ্গের শামিল।”

প্রসঙ্গত, ভারতের নির্বাচনের ইতিহাসে এর আগে কখনও ভোটের দিন বা তার আগের দিন টুইট করার জন্য কোনও পদক্ষেপ করেনি কমিশন। সেদিক থেকে এই পদক্ষেপকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, গতকাল ত্রিপুরায় ভোট চলাকালীন রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির তরফে দু’টি করা হয়েছিল। একটি টুইট করে পদ্ম-শিবিরের রাজ্য শাখা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সাইকিয়া অপর টুইটটি করেছিলেন। অন্যদিকে, একই রকমের টুইট করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও সিপিএমও। বৃহস্পতিবার তিনটি দলকেই এই ইস্যুতে সংশোধনমূলক পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, ভোট চলাকালীন কেন ওই ধরনের টুইট করা হল, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version