শিবসেনার নাম ও প্রতীক হারালো ঠাকরে পরিবার, শিন্ডের পক্ষ নিল নির্বাচন কমিশন

শিবসেনার(Shivsena) নাম ও প্রতীক ব্যবহারে ঠাকরে পরিবারের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন(Election Commission)। শুক্রবার কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে উদ্ধব ঠাকরে(Uddhav Thakre) বা তাঁর নেতৃত্বাধীন দলের অংশ শিবসেনার নাম ও প্রতিক ব্যবহার করতে পারবে। এই নাম ও প্রতীকের উপর অধিকার থাকবে একমাত্র একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বিদ্রোহী অংশের, যারা বর্তমানে মহারাষ্ট্রে(Maharastra) বিজেপির সঙ্গে জোট সরকারের অংশ। কমিশনের নির্দেশে স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে চাপানউতোর বেড়েছে।

শিবসেনার প্রতীক তীরধনুক এবং নাম কারা ব্যবহার করতে পাবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাটানি চলছিল শিবসেনার দুই অংশের মধ্যে। এই ইস্যুতে শীর্ষ আদালতে মামলার পাশাপাশি নির্বাচন কমিশনেও আবেদন জমা পড়েছিল। দুই গোষ্ঠীর দীর্ঘ দ্বন্দ্বের পর অবশেষে একনাথ শিন্ডের গোষ্ঠীর পক্ষেই নির্দেশ দেওয়া হল কমিশনের তরফে। এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, “রাজনৈতিক দলগুলির সম্পর্কে ভারতীয় সংবিধান বলে, যে কোনও রাজনৈতিক দলেই পদাধিকারীদের নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া উচিত। এই প্রক্রিয়াটি হয়তো কঠিন, কিন্তু দলের সমর্থকদের সমর্থনের কথা মাথায় রেখে এই প্রক্রিয়াই যে কোনও রাজনৈতিক দলে কার্যকর হওয়া উচিত।” সেই হিসেবে শিবসেনা নাম এবং প্রতীক এতদিন দলের যে অংশের অধীনে ছিল তারা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত। দলের পদাধিকারীদের নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হয়নি।

বিস্তারিত আসছে…

Previous articleEntertainment : বসিরহাটে বলি গায়কের মঞ্চে ভাইরাল টলিনায়িকা !
Next articleগ্রেফ*তার সঞ্জয় সিং! জগদ্দল থানার সামনে বিক্ষো*ভ অনুগামীদের