Friday, December 19, 2025

জয় নিশ্চিত, রেকর্ড মার্জিনের লক্ষ্যে রবিবার সাগরদিঘিতে অভিষেকের জনসভা

Date:

Share post:

আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। মাধ্যমিক পরীক্ষার মাঝেই এই উপনির্বাচন। তাই ৭দিন আগেই প্রচার বন্ধ করে দেওয়া হবে বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে। মাধ্যমিক পরীক্ষার তিন দিন আগে অর্থাৎ ২০ ফেরুয়ারি সকাল ১০টার পর আর মাইক বাজিয়ে প্রচার বা মিটিং–মিছিল করা যাবে না। ফলে প্রত্যেকটি রাজনৈতিক দল শনিবার ও রবিবার জোরকদমে প্রচার শুরু করেছেন।

সাগরদিঘি কেন্দ্রের প্রচারে অনেক আগে থেকে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। দলীয় প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত। কিন্তু শাসক দলের লক্ষ্য রেকর্ড মার্জিন। পঞ্চায়েত ভোটের আগে এই উপনির্বাচনের ফলাফল খুব তাৎপর্যপূর্ণ। ২০১১ সাল থেকে ২০২১ পর্যন্ত প্রতিটি নির্বাচনে তৃণমূল তাদের জয়ের মার্জিন ও ভোটের শতাংশ বাড়িয়েছে এই সাগরদিঘি কেন্দ্রে। প্রয়াত মন্ত্রী সুব্রত সাহা টানা তিনবার এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জিতেছিলেন। তাঁর আচমকা প্রয়াণের জন্যই এই কেন্দ্রে অকাল নির্বাচন হচ্ছে। ফলে উপনির্বাচনে এই কেন্দ্রের ফলাফল নিয়ে বিশেষ কারও মাথাব্যথ্যা নেই, চর্চা শুধু ত্রিমুখি লড়াইয়ে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান। বামেরা লড়াইয়ের ময়দানে নেই। মুর্শিদাবাদ জেলার এই কেন্দ্রে বিজেপি ও কংগ্রেসের মধ্যে দুই ও তিনে করা থাকবে পঞ্চায়েতের আগে সেটাও দেখার।

ঠিক সেই আবহে দাঁড়িয়ে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুলতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার দীঘার মোড়ে জনসভা করবেন অভিষেক। সেই সভার প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছেন জেলা তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা। রবিবার দুপুরে দলীয় প্রার্থীর সমর্থনে এই সভায় যে রেকর্ড জমায়েত হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে আসছেন। এখানকার প্রত্যেকটি মানুষ তাঁকে দেখতে আসবেন এবং তাঁর বক্তব্য শুনবেন। আমাদের জয় নিশ্চিত। শুধু মার্জিন নিয়ে আলোচনা চলছে।” উপনির্বাচনে দলের তরফে ভোট পরিচালনার দায়িত্বে থাকা জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল বলেন, “বিধায়করা এক একটি অঞ্চল দেখছেন। ফলে ভোটের পার্সেন্টেজ বাড়বে। জেলার সমস্ত স্তরের নেতা ঝাঁপিয়ে পড়ে প্রচার করছেন। দীঘার মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় জনজোয়ার হবে। ফিরহাদ সাহেবের রোড-শো ঘিরেও মানুষের যথেষ্ট উন্মদনা দেখা গিয়েছে।”

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে আজ, তৃণমূল প্রার্থীর সমর্থনে শনিবার রোড -শো করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে শনিবার হুডখোলা গাড়িতে ফিরহাদ হাকিম সাগরদিঘি ব্লক মোড় থেকে রতনপুর মোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করেন। মনিগ্রাম ডাক্তারখানা মোড়ে প্রচারে ঝড় তোলেন তৃণমূলের তৃণমূলের আইটি সেলের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য।

 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...