Entertainment : ছোট পর্দার ‘তুলসি’র বাড়িতে হঠাৎ হাজির ‘পাঠান’, প্রকাশ্যে শাহরুখ-স্মৃতির ছবি !

'কিঁউকি সাস ভি কভি বহু থি' ধারাবাহিকে স্মৃতির সহ-অভিনেতাদের মধ্যে রিসেপশনে আমন্ত্রিত ছিলেন রনিত রয় (Ronit Roy)। স্বামীকে নিয়ে এসেছিলেন বঙ্গ তনয়া মৌনী রায়ও ।

পর্দার প্রিয় বৌমা বাস্তবে কতটা প্রিয় শাশুড়ি হয়ে উঠবেন সেটার উত্তর দেবে সময়। কিন্তু মেয়ের বিয়েতে আত্মীয়তার কোনও কার্পণ্য করেননি টেলিভিশন জগতের জনপ্রিয় তারকা ‘তুলসি’ স্মৃতি ইরানি (Smriti Irani)। চলতি মাসের গোড়ায় রাজস্থানে অর্জুন ভাল্লার (Arjun Valla) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন স্মৃতির মেয়ে শ্যানেল ইরানি। বিয়ের কিছু দিন পর মুম্বইয়ে রিসেপশন পার্টি দেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই হাজির বলিউডের ‘পাঠান’ শাহরুখ খান (Shahrukh Khan)।

স্মৃতিকন্যার বিয়ের রিসেপশনের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বিভিন্ন তারকারা। জমজমাট অনুষ্ঠানে নজর কেড়েছেন কিং শাহরুখ খান। ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে স্মৃতির সহ-অভিনেতাদের মধ্যে রিসেপশনে আমন্ত্রিত ছিলেন রনিত রয় (Ronit Roy)। স্বামীকে নিয়ে এসেছিলেন বঙ্গ তনয়া মৌনী রায়ও ।


বাবা জিতেন্দ্রকে নিয়ে রিসেপশনে হাজির একতা কাপুরও(Ekta Kapoor)। ঝলমলে সন্ধ্যার ঝলক উঁকি দিচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে।