Wednesday, November 5, 2025

কলকাতায় কমছে অপ*রাধ! উন্নত ট্রাফিক ব্যবস্থার ইঙ্গিত পুলিশ কমিশনারের

Date:

কলকাতা (Kolkata) শহরে অপরাধের (Crime) পরিসংখ্যান অনেকটাই কমেছে। শুধু তাই নয়, মানুষ এখন ট্রাফিক আইন (Traffic Law) মানছে। যে কারণে পথ দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে অনেকাংশে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি (CCTV) লাগানোর ফলে অনেক সময় অপরাধ প্রবণতা অনেকটাই কমেছে। শনিবার মার্চেন্ট চেম্বার অফ কমার্স (Merchent Chamber Of Commerce)-এর একটি আলোচনা সভায় উপস্থিত হয়ে একথাই জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (CP Vinit Goyel)। এদিনের অনুষ্ঠানে পুলিশ কমিশনারের পাশাপাশি উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (Joint CP) মুরলিধর শর্মা, ডি সি ট্রাফিক সন্তোষ পান্ডে সহ চেম্বারের সভাপতি নামিত বাজোরিয়া, সহ সভাপতি ললিত বেরিওয়ালা সহ সংস্থার অন্যান্য সদস্যরা।

এদিন পুলিশ কমিশনার জানান, শহরে ট্রাফিক ব্যবস্থা আরও বেশি উন্নত করা হয়েছে। সিগন্যাল সহ সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম (Central ControlSystem) প্রথম কলকাতায় চালু করা হয়েছে। ফলে ট্রাফিক ব্যাবস্থা সচল রাখতে বিশেষ সাহায্য পাওয়া গিয়েছে। এছাড়া ৯৯ শতাংশ নিয়ন্ত্রনহীন গাড়ির গতি আটকানো সম্ভব হয়েছে। এছাড়া নো পার্কিং জোনে বারণ করা সত্ত্বেও দ্বিতীয়বার গাড়ি রাখলে জরিমানা দ্বিগুন করা হবে বলে জানান পুলিশ কমিশনার। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত সেভ ড্রাইভ সেভ লাইফ-এর (Safe Drive Save Life) মাধ্যমে দুর্ঘটনা অনেক এড়ানো গিয়েছে বলে জানান বিনীত গোয়েল। তিনি মনে করিয়ে দেন, ৯৪ শতাংশ মানুষ এখন হেলমেট পড়েছেন এবং ট্রাফিক আইন মেনে চলছেন। বিশেষ করে স্কুলের বাইরে ট্রাফিক ব্যবস্থাপনার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে।

পাশাপাশি এদিনের অনুষ্ঠানে পুলিশ কমিশনার মনে করিয়ে দেন, মানুষ আগে থেকে অনেক স্মার্ট হয়েছেন। অপরাধীরা বিভিন্ন ভাবে মানুষকে প্রতারিত করার চেষ্টা করে। সেক্ষেত্রে বিভিন্ন ভুয়ো বিজ্ঞাপন এবং লোন দেওয়ার নাম করে প্রতারনার করার চক্র সক্রিয় থাকে। তাদের থেকে সাবধান থাকার দরকার। আমরা সোশাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে এবং বিজ্ঞাপন এবং প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করছি। এছাড়া পুলিশের সঙ্গে সাধারণ নাগরিকদের মধ্যে সম্পর্ককে আরোও ভাল করার জন্য আমরা অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করছি বলে জানান পুলিশ কমিশনার। সাইবার ক্রাইমের প্রতি মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। থানার পক্ষ থেকেও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। বিভিন্ন মাধ্যমে মানুষের মধ্যে প্রচার চালানো হচ্ছে। ১০৯০ এই নম্বর মাধ্যমে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে পারেন।

 

 

Related articles

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...
Exit mobile version