Tuesday, November 4, 2025

নির্বাচন কমিশনের সঙ্গে আপস: শিবসেনার অধিকার হারিয়ে শিন্ডে শিবিরকে তোপ উদ্ধবদের

Date:

শিবসেনা কার? উদ্ধব ও শিন্ডে গোষ্ঠীর দীর্ঘ দ্বন্দ্বের পর শুক্রবার নির্বাচন কমিশনের(Election Commission) তরফে রায় দেওয়া হয়েছে শিন্ডে শিবিরের পক্ষে। জানানো হয়েছে এখন থেকে আর শিবসেনার(Shivsena) নাম ও প্রতীক ব্যবহার করতে পারবে না উদ্ধব শিবির(Uddhav Thakre)। এহেন পরিস্থিতির মাঝেই এবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন উদ্ধবপন্থী শিব সেনার রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi)। কড়া সুরে নির্বাচন কমিশনকে তোপ দেগে জানালেন, শিন্ডে গোষ্ঠী কমিশনের সঙ্গে আপস করেছে।

এদিন নিজের টুইটারে সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী লেখেন, “যখন নির্বাচন কমিশনই আপস করে ফেলে এবং বোঝাই যায় পরের পদক্ষেপ হতে চলেছে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা, সেই সময় এই টুকুই আশা মাননীয় সুপ্রিম কোর্ট গণতান্ত্রিক নীতি ও সাংবিধানিক নৈতিকতার পাশে দাঁড়াবে।” অন্যদিকে কমিশনের তরফে যে রায় দেওয়া হয়েছে তাতে ক্ষুব্ধ হলেও উদ্ধব ঠাকরেকে এই নির্দেশ মেনে নেওয়ার আবেদন জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি বলেন, “এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। একবার সিদ্ধান্ত হয়ে গেলে আর কোনও আলোচনার জায়গা নেই। এটাকে মেনে নিয়ে নতুন প্রতীক বেছে নিন।”

উল্লেখ্য, গত বছর মহারাষ্ট্রের জোট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপির সঙ্গে হাত মেলান একনাথ শিন্ডে। তাঁর সঙ্গ নেন মহারাষ্ট্রের একাধিক শিবসেনা বিধায়ক। জোট সরকারের পতন ঘটিয়ে বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। এবং নিজেদের আসল ‘শিব সেনা’ বলে দাবি করে দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি চান কমিশনের কাছে। শুক্রবার তাঁর আবেদনে শিলমোহর দেওয়া হয় কমিশনের তরফে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version