Friday, August 29, 2025

পছন্দের ব্যক্তি হারলেই গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে এরা: ধনকুবেরকে তোপ জয়শঙ্করের

Date:

আদানি ইস্যুতে সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) আক্রমণ শানিয়েছিলেন মার্কিন ধনকুবের জর্জ সোরস(George Soros)। তাঁর মন্তব্যের পাল্টা এবার কড়া ভাষায় সোরসকে তোপ দাগলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jayshankar)। তাঁকে ‘একগুঁয়ে, বিপজ্জনক ব্যক্তি’ বলে কটাক্ষ করে জয়শঙ্করের দাবি, “নির্বাচনে এদের পছন্দের ব্যক্তি জয়ী হলে খুশি হয়। ভোটের ফল অন্যরকম হলেই গণতন্ত্রে ত্রুটি রয়েছে বলে মনে করেন এরা।”

এক সাংবাদিক সম্মেলনে সোরসকে তপ দেগে জয়শঙ্কর বলেন, “সোরস একজন বৃদ্ধ, ধনী, একগুঁয়ে ব্যক্তি। যিনি নিউ ইয়র্কে বসে ভাবেন, তাঁর ধারনা অনুযায়ী গোটা বিশ্ব চলবে। তাঁর ধ্যানধারনাই বিশ্বের সকলের ভাবনাচিন্তা ঠিক করে দেবে। এধরনের ব্যক্তিরা মতামত তৈরির জন্য নিজেদের ধনসম্পদ বিনিয়োগ করে।” এরপরই তিনি বলেন, “এধরনের ব্যক্তি যাঁদের পছন্দ করেন, তাঁরা জিতলেই এঁরা মনে করেন, নির্বাচন ঠিকঠাক হয়েছে। আর ভোটে অন্যরকম ফলাফল হলেই ভাবেন গণতন্ত্রে ত্রুটি রয়েছে। এখন আমি যদি এধরনের ব্যক্তিত্বের মুখ বন্ধ করাতে চাই, তাহলে এদের কথায় গুরুত্বই দেব না।”

উল্লেখ্য, সম্প্রতি জার্মানিতে এক সম্মেলনে অংশ নিয়ে আদানি কাণ্ডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছিলেন জর্জ। সেখানে তিনি বলেন, “আদানি কাণ্ড নিয়ে মোদি এখনও নীরব। এবিষয়ে জবাব দিতেই হবে তাঁকে।” পাশাপাশি তিনি আরও বলেন, “ভারতে এবার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে।” স্বাভাবিকভাবেই জর্জের মন্তব্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়। তাঁর সেই মন্তব্যের পাল্টা এবার কড়া ভাষায় তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version