Monday, November 17, 2025

পছন্দের ব্যক্তি হারলেই গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে এরা: ধনকুবেরকে তোপ জয়শঙ্করের

Date:

আদানি ইস্যুতে সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) আক্রমণ শানিয়েছিলেন মার্কিন ধনকুবের জর্জ সোরস(George Soros)। তাঁর মন্তব্যের পাল্টা এবার কড়া ভাষায় সোরসকে তোপ দাগলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jayshankar)। তাঁকে ‘একগুঁয়ে, বিপজ্জনক ব্যক্তি’ বলে কটাক্ষ করে জয়শঙ্করের দাবি, “নির্বাচনে এদের পছন্দের ব্যক্তি জয়ী হলে খুশি হয়। ভোটের ফল অন্যরকম হলেই গণতন্ত্রে ত্রুটি রয়েছে বলে মনে করেন এরা।”

এক সাংবাদিক সম্মেলনে সোরসকে তপ দেগে জয়শঙ্কর বলেন, “সোরস একজন বৃদ্ধ, ধনী, একগুঁয়ে ব্যক্তি। যিনি নিউ ইয়র্কে বসে ভাবেন, তাঁর ধারনা অনুযায়ী গোটা বিশ্ব চলবে। তাঁর ধ্যানধারনাই বিশ্বের সকলের ভাবনাচিন্তা ঠিক করে দেবে। এধরনের ব্যক্তিরা মতামত তৈরির জন্য নিজেদের ধনসম্পদ বিনিয়োগ করে।” এরপরই তিনি বলেন, “এধরনের ব্যক্তি যাঁদের পছন্দ করেন, তাঁরা জিতলেই এঁরা মনে করেন, নির্বাচন ঠিকঠাক হয়েছে। আর ভোটে অন্যরকম ফলাফল হলেই ভাবেন গণতন্ত্রে ত্রুটি রয়েছে। এখন আমি যদি এধরনের ব্যক্তিত্বের মুখ বন্ধ করাতে চাই, তাহলে এদের কথায় গুরুত্বই দেব না।”

উল্লেখ্য, সম্প্রতি জার্মানিতে এক সম্মেলনে অংশ নিয়ে আদানি কাণ্ডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছিলেন জর্জ। সেখানে তিনি বলেন, “আদানি কাণ্ড নিয়ে মোদি এখনও নীরব। এবিষয়ে জবাব দিতেই হবে তাঁকে।” পাশাপাশি তিনি আরও বলেন, “ভারতে এবার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে।” স্বাভাবিকভাবেই জর্জের মন্তব্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়। তাঁর সেই মন্তব্যের পাল্টা এবার কড়া ভাষায় তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version