Saturday, August 23, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এ বার তাপস মণ্ডলকে গ্রেফতার করল । রবিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। প্রায় ঘণ্টা তিনেক তাকে জেরা করা হয়।সিবিআইয়ের প্রশ্নের সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।এরপরই তাকে মেডিক্যাল চেক আপের জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হয়।

একই সঙ্গে সিবিআই গ্রেফতার করেছে নিয়োগ দুর্নীতি মামলার আর এক অভিযুক্ত নীলাদ্রি ঘোষকে। এই তাপসের দেওয়া বয়ানের ভিত্তিতেই এর আগে গ্রেফতার করা হয়েছে যুবনেতা কুন্তল ঘোষকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই নিয়োগ দুর্নীতিতে বিপুল আর্থিক লেনদেনের সন্ধান পেয়েছিল সিবিআই এবং ইডি। এর আগেও বহুবার তাপসকে ডেকে পাঠিয়েছিল সিবিআই এবং ইডি।

সিবিআইয়ের তদন্তে জানা যায় মানিক ভট্টাচার্যের পুত্রের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল তাপসের। যদিও তাপস প্রথম থেকেই চাকরিপ্রার্থীদের থেকে বেআইনি ভাবে অর্থ নেওয়ার বিষয়ে নানা তথ্য তদন্তকারীদের দিয়েছেন। চাকরিপ্রার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ লেনদেনের বিষয়ে গোপাল দলপতির নাম সিবিআইকে জানিয়েছিলেন তিনিই। তাপসই বলেছিলেন, তাঁর অফিস থেকে টাকা নিয়ে এজেন্টরা কুন্তলের কাছে পৌঁছে দিতেন এবং সেই টাকার হিসাবও রয়েছে তাঁর কাছে।
এবার তাপস মন্ডলকে গ্রেফতার করে কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা।সোমবারই তাপসকে আলিপুর আদালতে পেশ করা হবে। সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version