Friday, January 30, 2026

মেঘালয়ে বিজেপির ‘ইভিএম কারসাজি’ প্রকাশ্যে! ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ব্যক্তি

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি নির্বাচনের (Election)। তার আগেই মুখ পুড়ল বিজেপির (BJP)। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ের বিধানসভা নির্বাচন (Meghalaya Assembly Election)। চলছে জোরকদমে প্রচার। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে রোড ম্যাপ তৈরি করে সাধারণ মানুষের মন ছোঁয়ার চেষ্টা করছেন। তবে এবার সব দলকে ছাপিয়ে সংবাদ শিরোনামে উঠে এল গেরুয়া শিবির। সম্প্রতি এমন এক ভিডিও প্রকাশ্যে এসেছে যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ইভিএমে (EVM) যে কোনও প্রতীকের বোতাম চাপলেই ভোট সোজা চলে যাচ্ছে বিজেপি (BJP) প্রার্থীর কাছে। আর নির্বাচনের কয়েকদিন আগে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনায় ইতিমধ্যে মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) এফ আর খারকংগর একথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, গত ১৬ ফেব্রুয়ারি বোলং আর সাংমা নামে এক ব্যক্তি ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ইভিএমে কারচুপির অভিযোগে সরব হয়েছিলেন তিনি। আর তার পরেই তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। তবে বিষয়টি সামনে আসতেই বেকায়দায় পড়েছে বিজেপির উচ্চপদস্থ নেতা কর্মীরা। বিষয়টি নিয়ে ময়দানে নেমেছে বিরোধীরাও। বিরোধীদের অভিযোগ, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আসল রহস্যের সমাধান করতে হবে। বিজেপি এভাবেই ইভিএমে কারচুপি করে দেশের একাধিক জায়গায় নির্বাচনে জিতছে। সাধারণ মানুষ বিজেপিকে ক্ষমতায় দেখতে না চাইলেও জোর করে ইভিএমকে কাজে লাগিয়ে একাধিক অপরাধমূলক কাজ করছে।

পুলিশ সূত্রে খবর, রোংজেং বিধানসভা (Rongjeng Assembly) কেন্দ্রের রিটার্নিং অফিসার পুলিশের কাছে ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। আর তারপরই তাঁকে খুঁজে বের করে গ্রেফতার (Arrest) করে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ১৭১ জি ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 

spot_img

Related articles

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...