Friday, November 14, 2025

কেরলকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত, বাগান কোচের এবার লক্ষ্য ডার্বি

Date:

ঘরে মাঠে জয়ে ফেরে এটিকে মোহনবাগান। শনিবার কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারায় জুয়ান ফেরান্দোর দল। বাগানের হয়ে জোড়া গোল কার্ল ম‍্যাকহিউর। চোট সারিয়ে মাঠে ফিরেই জোড় গোল করলেন তিনি। এই জয়ের ফলে প্লে অফের রাস্তাও পাকা করে নেয় বাগান ব্রিগেড। আর এই জয়ে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন, এই জয় আসন্ন ডার্বিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন,” এবার আমরা ডার্বি নিয়ে ভাবব। তবে আমাদের কোনও চাপ নেই। আমরা পেশাদার। আমরা ভাল খেললে এরকম খুশি হওয়ার মতো ফলই হবে। পরের ম্যাচে আমরা তিন নম্বরে ওঠার সুযোগ পাব। আশা করি, দলের ছেলেরা এই কথা মাথায় রেখেই এই ম্যাচে নামবে। ডার্বি বলে আলাদা করে না ভাবাই ভাল। জানি, কলকাতায় ডার্বিতে অসাধারণ একটা পরিবেশ তৈরি হয় স্টেডিয়ামে। এই পরিবেশটা হয়তো আমাদের শেষ ম্যাচ থেকেও তিন পয়েন্ট পেতে সাহায্য করবে। আমাদের এখনও তিন পয়েন্ট অবশ্যই দরকার।”

কেরলের বিরুদ্ধে হলুদ কার্ড দেখেন অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডান হ্যামিল। যার ফলে ডার্বিতে পাওয়া যাবে না তাকে। যদিও এই নিয়ে ভাবতে রাজি নন বাগান কোচ। এই নিয়ে তিনি বলেন, “আমাদের পরিকল্পনা রয়েছে, ফুটবলার রয়েছে। তাই কেউ কার্ড সমস্যায় পড়লে বা কারও চোট হলে, তার বিকল্প আমাদের দলে থাকে। ব্রেন্ডান ভাল ফুটবলার। আমি ওকে খেলাতে পছন্দও করি। কিন্তু এক্ষেত্রে আমাদের স্লাভকো আছে। ও ভালই খেলছে। এখন আমাদের একটা ভাল পরিকল্পনা তৈরি করে দলকে প্রস্তুত করতে হবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version