জাদেজার বোলিং-এর দাপট, দ্বিতীয় টেস্টে অজিদের ৬ উইকেটে হারাল ভারতীয় দল

দ্বিতীয় ইনিংসে বল হাতে ৭ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা রবীন্দ্র জাদেজা। এই জয়ের ফলে সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

রবীন্দ্র জাদেজার বোলিং-এর দাপটে মাত্র তিনদিনেই ম‍্যাচ জয় ভারতের। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে অজিদের ৬ উইকেটে হারাল রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে বল হাতে ৭ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা রবীন্দ্র জাদেজা। এই জয়ের ফলে সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

রবিবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হল ১১৩ রানে। সৌজন্যে জাদেজার দুরন্ত বোলিং। একাই নিলেন ৭ উইকেট। অজিদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন হেড। ৩৫ রান করেন লাবুশানে। স্টিভ স্মিথ করেন ৯ রান। ভারতের হয়ে ৭ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দিল্লিতে টেস্টে ক্রিকেটে নিজের সেরা বোলিং করলেন জাদেজা। ৪২ রান খরচ করে নিয়েছেন ৭ উইকেট। এর আগে তাঁর সেরা বোলিং ছিল ৪৮ রানে ৭ উইকেট। ৩ উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন।

জয়ের জন্য ভারতের দরকার ছিল ১১৫ রান। ৪ উইকেট হারিয়ে সেই রান সহজেই তুললেন রোহিতরা। ভারতের হয়ে ৩১ রানে অপরাজিত চেতেশ্বর পুজারা। ৩১ রান করেন অধিনায়ক রোহিত শর্মাও। ২০ রান করেন বিরাট কোহলি। ২৩ রানে অপরাজিত শ্রীকর ভরত। অজিদের হয়ে দুই উইকেট নেন নাথান লিওন। একটি উইকেট নেন টড মারফি।

আরও পড়ুন:ঘরের মাঠে স্বপ্নভঙ্গ বাংলার, রঞ্জি ট্রফি চ‍্যাম্পিয়ন সৌরাষ্ট্র