Thursday, November 6, 2025

মেয়ের ‘ভর’ হয়েছে! তা*ন্ত্রিকের কাছে মা নিয়ে যেতেই এ কী হল!

Date:

সময় এগিয়েছে। বিজ্ঞানও উন্নত হয়েছে। কিন্তু কুসংস্কার এখনও পিছু ছাড়েনি।আবারও তার প্রমাণ মিলল। মেয়ের ওপর ভর করেছে ভূত! তাই কুসংস্কারে বিশ্বাসী মা তাকে নিয়ে তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন মা। কিন্তু তান্ত্রিক যে এমনটা করবেন তা হয়তো কল্পনাও করতে পারেননি মা। যখন জানতে পারলেন, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছি। তবে জানার সঙ্গে সঙ্গেই থানায় তান্ত্রিকের নামে অভিযোগ দায়ের করেন মা। কী এমন ঘটেছিল তাঁর মেয়ের সঙ্গে ?

আরও পড়ুন:আজ বঙ্গভঙ্গ বিরোধী বিল নিয়ে বিধানসভায় আলোচনা, বিজেপির অবস্থানে নজর রাজনৈতিক মহলের
ঘটনাটি দিল্লির। ১৪ বছরের ওই মেয়েকে সুস্থ করতে তান্ত্রিকের দারস্থ হয়েছিলেন তবে মায়ের অভিযোগ, ভূত তাড়ানোর নাম করে একাধিক বার কিশোরীকে ধর্ষণ করেন তান্ত্রিক। যার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।কিশোরীর অভিযোগের ভিত্তিতে তান্ত্রিকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ধর্ষণের কারণে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে জানা যায়, সে ২ মাসের অন্তঃসত্ত্বা।

পুলিশ জানিয়েছে, কিশোরীকে তার মা তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলেন। তার পর থেকে বেশ কয়েক বার যেচে কিশোরীর বাড়িতে আসেন অভিযুক্ত। ভূত তাড়ানোর নানা কৌশল তাঁর আয়ত্তে আছে বলে দাবি করে তিনি কিশোরীর মাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। তার পর ফাঁকা ঘরে কিশোরীকে ধর্ষণ করেন। ২ থেকে ৩ বার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

কিছু দিনের মধ্যে কিশোরীর শারীরিক অসুস্থতার মাত্রা বেড়ে যায়। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে জানা যায়, সে অন্তঃসত্ত্বা। এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করে সে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত তান্ত্রিক এর আগেও এমন কাজ করেছেন কি না, আরও কেউ তাঁর লালসার শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version