Thursday, August 28, 2025

সময় এগিয়েছে। বিজ্ঞানও উন্নত হয়েছে। কিন্তু কুসংস্কার এখনও পিছু ছাড়েনি।আবারও তার প্রমাণ মিলল। মেয়ের ওপর ভর করেছে ভূত! তাই কুসংস্কারে বিশ্বাসী মা তাকে নিয়ে তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন মা। কিন্তু তান্ত্রিক যে এমনটা করবেন তা হয়তো কল্পনাও করতে পারেননি মা। যখন জানতে পারলেন, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছি। তবে জানার সঙ্গে সঙ্গেই থানায় তান্ত্রিকের নামে অভিযোগ দায়ের করেন মা। কী এমন ঘটেছিল তাঁর মেয়ের সঙ্গে ?

আরও পড়ুন:আজ বঙ্গভঙ্গ বিরোধী বিল নিয়ে বিধানসভায় আলোচনা, বিজেপির অবস্থানে নজর রাজনৈতিক মহলের
ঘটনাটি দিল্লির। ১৪ বছরের ওই মেয়েকে সুস্থ করতে তান্ত্রিকের দারস্থ হয়েছিলেন তবে মায়ের অভিযোগ, ভূত তাড়ানোর নাম করে একাধিক বার কিশোরীকে ধর্ষণ করেন তান্ত্রিক। যার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।কিশোরীর অভিযোগের ভিত্তিতে তান্ত্রিকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ধর্ষণের কারণে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে জানা যায়, সে ২ মাসের অন্তঃসত্ত্বা।

পুলিশ জানিয়েছে, কিশোরীকে তার মা তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলেন। তার পর থেকে বেশ কয়েক বার যেচে কিশোরীর বাড়িতে আসেন অভিযুক্ত। ভূত তাড়ানোর নানা কৌশল তাঁর আয়ত্তে আছে বলে দাবি করে তিনি কিশোরীর মাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। তার পর ফাঁকা ঘরে কিশোরীকে ধর্ষণ করেন। ২ থেকে ৩ বার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

কিছু দিনের মধ্যে কিশোরীর শারীরিক অসুস্থতার মাত্রা বেড়ে যায়। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে জানা যায়, সে অন্তঃসত্ত্বা। এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করে সে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত তান্ত্রিক এর আগেও এমন কাজ করেছেন কি না, আরও কেউ তাঁর লালসার শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version