শিলিগুড়িতে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার, শিলিগুড়িতে ২৬০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একনজরে তালিকা-
• ২.১০ লক্ষ টাকা ব্যয়ে মাটিগাড়ায় নতুন কমিউনিটি হল নির্মাণ।
• সংখ্যালঘু ও অনগ্রসর কল্যাণ দফতরের উদ্যোগে মাটিগাড়ায় স্কুলে অতিরিক্ত ৬টি ক্লাস রুম।
• উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ৫০ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট।
• দার্জিলিং ও কার্শিয়ং হাসপাতালে ১০ বেডের এইচসিসিইউ ব্লকের উদ্বোধন।


• ৫ কোটি ৬৬ লাখ টাকায় এসজেডি অতিথি নিবাস নির্মাণ।
• শিলিগুড়ি হাসপাতালে আধুনিকীকরণে অতিরিক্ত ২৪ বেড।
• শিলিগুড়ি জেলা হাসপাতাল- ব্ল্যাড সেপারেশন ইউনিট।
• ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগের নতুন ভবন নির্মাণ।
• নতুন ১০ অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
• কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিঙে বিভিন্ন সামাজিক প্রকল্পে সুযোগ সুবিধা পেলেন বহু মানুষ।
• স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার চোখের আলো, চা-বাগানের শ্রমিকদের পাট্টা প্রদান।
• হোম স্টে তৈরি থেকে কৃষি জমির পাট্টা প্রদান।
• কৃষিজমি সরঞ্জাম বিতরণ।
• মৎস্যজীবীদের ঋণ ও নথিভূক্তকরণ।
• খাদ্যসাথী, স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ প্রদান।
• বিদ্যুৎ বিল মকুব, ১০ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, চা-বাগানে নতুন স্বাস্থ্য কেন্দ্র।
• মাটিগাড়ায় সরকারি উদ্যোগে শিশুদের জন্য হোম।
• মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্য।
• তপসিলিদের জন্য সাহায্য।

আরও পড়ুন- মাতৃভাষা দিবসেও ইংরাজিতে প্রশ্ন! অগ্নিমিত্রাকে তীব্র কটাক্ষ ব্রাত্যর

 

Previous articleমাতৃভাষা দিবসেও ইংরাজিতে প্রশ্ন! অগ্নিমিত্রাকে তীব্র কটাক্ষ ব্রাত্যর
Next articleমহামেডানের নতুন কোচ মেহরাজউদ্দিন