Wednesday, August 27, 2025

গত বছরের অগাস্ট মাসেই মন্দিরের গর্ভগৃহে খসে পড়েছিল দেওয়াল। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে সেবায়েতদের মধ্যে। ফের নতুন করে ফাটল দেখা দিল পুরীর (Puri) জগন্নাথ মন্দিরে (Jagannath Temple)। মন্দিরের নাটমন্দিরে দেখা গিয়েছে ফাটল। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্নের মুখে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archeological Survey of India) ভূমিকা। সংস্কারের কাজের পরও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে নাটমণ্ডপের সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এএসআই-এর (ASI) তরফে। তবে যে রক্ষণাবেক্ষণের কাজ গত ৫ বছরে করা যায়নি, তা এই ক’মাসের মধ্যে কী ভাবে করা সম্ভব, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্নে মন্দিরের সেবায়েতরা।

উল্লেখ্য, ২০১৯ সালে পুরীর জগন্নাথ মন্দিরের নাটমণ্ডপ সংস্কারের কাজ শেষ করতে এএসআইয়ের ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দিয়েছিল ওড়িশা হাইকোর্ট (Odissa High court)। ৪ মাসের মধ্যে মন্দিরের নাটমণ্ডপ সংস্কারের কাজ সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর হাই কোর্টের নির্দেশ মেনে কাজও সম্পন্ন হয়। পরে ২০২২ সালের নভেম্বর মাসে মন্দিরের ফাটল খতিয়ে দেখেছিলেন এএসআই এবং আইআইটি চেন্নাইয়ের বিশেষজ্ঞরা। তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে সন্দিহান মন্দির কমিটি। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শনার্থীদের নিরাপত্তা নিয়েও।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version