Friday, December 19, 2025

২৬/১১-র সন্ত্রাসীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে এখানে: লাহোরে বসেই পাকিস্তানকে তোপ জাভেদের

Date:

Share post:

পাকিস্তানের(Pakistan) মাটিতে বসেই কার্যত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালালেন জনপ্রিয় কবি ও গীতিকার জাভেদ আখতার(Javed Akhtar)। লাহোরে এক অনুষ্ঠানে মুম্বই হামলার(Mumbai Attack) ক্ষত তুলে ধরে পাকিস্তানকে জঙ্গিদের(Terrorist) স্বর্গরাজ্য বলে তোপ দাগলের ভারতীয় গীতিকার। তাঁর সেই বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কবি অয়েজ আহমেদ ফয়েজের স্মৃতিতে লাহোরে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই জাভেদকে এক ব্যক্তি প্রশ্ন করেন “আপনি দেশে ফিরে গিয়ে পাকিস্তান সম্পর্কে কী বলবেন? বলবেন কি পাকিস্তানের মানুষ শুধু আপনাদের উপর বোমাই ফেলে না, ওরা ফুল-মালা দিয়ে আমাদের অভ্যর্থনাও করেন?” এর উত্তরে পাকিস্তানকে তুলোধনা করে জাভেদ বলেন,” দোষারোপ করে কোনও লাভ নেই। পরস্পরের প্রতি দোষারোপ করে এর সমাধান পাওয়া যাবে না।” এরপর রীতিমতো বোমা ফাটিয়ে জাভেদ বলেন, “আমরা মুম্বইয়ের মানুষ। আমরা দেখেছি, কীভাবে সেখানে ২৬/১১ হামলা হয়েছিল। যারা সেই হামলা করে, তারা নরওয়ে থেকে আসেনি, তারা মিশর থেকে আসেনি। তারা এখনও এই দেশ পাকিস্তানে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই নিয়ে যদি হিন্দুস্তানিদের মনে কোনও অভিযোগ থাকে, তাহলে আপনাদের খারাপ লাগা উচিত নয়।”

এখানেই শেষ নয় এরপর শিল্পীদের প্রসঙ্গ টেনে জাভেদ আখতার বলেন, মেহদি হাসান বা নুসরত ফতেহ আলি খানের মতো শিল্পীদের বারবার ভারতে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হয়েছে। ফয়েজ সাহেব যখনই ভারতে পৌঁছেছেন, তাঁকে সেখানে সম্মানের সঙ্গে গ্রহণ করা হয়েছে। কিন্তু ভারতীয় শিল্পীদের পাকিস্তান সেই সম্মান দেয়নি। লতা মঙ্গেশকরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, লতা মঙ্গেশকরকে তো কখনও পাকিস্তান সেই সম্মান দেয়নি। তাঁকে ডাকা হয়নি পাকিস্তানে। বলার অপেক্ষা রাখে না পাকিস্তানের মাটিতে বসে জাভেদের এমন নির্ভীক সোজাসাপ্টা বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রবীণ শিল্পীর এমন সাহসিকতার প্রশংসা করেছেন নেটিজেনরা।

spot_img

Related articles

শনিবারই টি২০ বিশ্বকাপের দল ঘোষণা, গিল-ঈশানের নাম নিয়ে চর্চা

ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শেষেই বিশ্বকাপের (T20 World Cup) দল ঘোষণা। শনিবার দুপুরে বোর্ডের সদর দফতরে সাংবাদিক সম্মেলনের...

বাংলাদেশ প্রসঙ্গ টেনে বাংলায় হিংসা ছড়াচ্ছে বিজেপি: পুলিশি পদক্ষেপের দাবি কুণালের

উত্তপ্ত বাংলাদেশ। রাতভর ভারত বিরোধিতার একের পর এক নজির প্রতিবেশী দেশে। স্পষ্টত ব্যর্থ মহম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার।...

বাংলাকে নিয়ে বিজেপির কুৎসা, খতিয়ান তুলে পর্দাফাঁস তৃণমূলের

যে প্রবল বাংলাবিরোধী এবং বাংলার কুৎসাকারী, তা পদে পদে প্রমাণিত। বিজেপির দাবি আর বাস্তবচিত্রে বিস্তর ফারাক। তথ্য ও...

UAE-র পথে হাঁটল সৌদি আরব: ৫৬ হাজার ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠাল সৌদি আরব

সংযুক্ত আরব আমিরশাহি (UAE) কিছুদিন আগেই পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে ভিক্ষাবৃত্তি এবং অসামাজিক কাজের জন্য এবার...