Thursday, August 28, 2025

অভিষেকের বাড়ির কাছাকাছি গেলে পকেটে স্বাস্থ্যসাথী কার্ড রাখার পরামর্শ কুণালের

Date:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও নিয়ে বিজেপির কর্মসূচি সুপার ফ্লপ।এই বিষয় নিয়ে কটাক্ষ করে সোমবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল বলেন, ওরা অভিষেকের বাড়ি অনেকদিন থেকেই টার্গেট করে রেখেছে। বিজেপি তো ইডি-সিবিআইকে পাঠিয়ে দেয়। ব্যক্তিগত আক্রমণ, পরিবারকে আক্রমণ, ব্যক্তিগত কুৎসা, এগুলোতো ওরাই শুরু করেছেন। আমরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও করেছিলাম তার কারণ রাজবংশী মেরে রাজবংশী প্রেম দেখানো হচ্ছে। ভাবতে পারেন ১৮০ টি বুলেট একজনের শরীরে। আমরা দোষীদের শাস্তি চাই। তাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ির বেশ কিছুটা দূরে অবস্থান করা হয়েছে। বিজেপির যারা অভিষেকের বাড়ির কাছাকাছি যেতে চান তাদের শুধু মনে করিয়ে দেবো, সাথে স্বাস্থ্যসাথী কার্ডটা রাখবেন যাতে বাড়ি ফেরার সময় বিনা পয়সায় চিকিৎসা করে বাড়ি ফিরতে পারেন।

এমনকী,বৃহস্পতিবার থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ঠিক সেইদিনই পাহাড়ে বনধ ডেকেছে বিনয় তামাংরা। এ প্রসঙ্গে কুণাল বলেন, অত্যন্ত জনবিরোধী সিদ্ধান্ত। বহুদিন পর পাহাড়ের মানুষ শান্তিতে আছেন। একটা সুস্থ-সফল-সচল অর্থনৈতিক পরিস্থিতি ফিরে এসেছে পাহাড়ে। সেখানে যে বা যারা ফের অচলাবস্থার সৃষ্টি করার চেষ্টা করবেন কেউ তা মেনে নেবে না। পাহাড়ে ফের পর্যটকরা আসছেন, মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। কারো কারো মদতে যারা পরিস্থিতি ঘোরালো করার চেষ্টা করছেন তা ব্যর্থ হবে।

নদিয়ায় বিএসএফের কমান্ডারের ধর্ষণ কাণ্ডে কুণালের স্পষ্ট কথা, যারা বিএসএফের হয়ে সওয়াল করেন যে বিএসএফ এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই তার নমুনা। আমরা অবিলম্বে বিএসএফের তরফ থেকে বিবৃতি দাবি করছি। স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি দাবি করছি. আর যারা বিএসএফের হয়ে সওয়াল করেন তাদের বক্তব্য জানতে চাইছি। তিনি বলেন, কোচবিহারে বিমান পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। আর বিজেপির কেউ কেউ তাতে উঠবে উঠবে করছে। বিজেপি ছেলেমানুষি করুক তৃণমূল এসব ছেলেমানুষির মধ্যে থাকে না।

 

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version