Wednesday, November 5, 2025

‘আপন বাংলা পোর্টাল’: ভাষা দিবসে প্রবাসী বাঙালিদের একসুতোয় বাঁধলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

২১ ফেব্রুয়ারি, আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভাষা দিবসের(Language Day)। বিশেষ এই দিনে প্রবাসী বাঙালিদের একসুতোয় বাঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রবাসী বাঙালিদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ‘আপন বাংলা পোর্টাল’(Apan Bangla Portal)। যার মাধ্যমে প্রবাসী বাঙালিরা বিদেশে বসেই বাংলার সবকিছু জানতে পারবেন। কোনও রকম সমস্যায় পড়লে তারা সরাসরি এখান থেকে সাহায্য পেতে পারবেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাষা মানে ভাবের আদান প্রদান। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইংরেজিটা ভালো করে শিখুন, বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা দরকার। কিন্তু বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলার সময় বাংলা ভাষায় কথা বলাটা গুরুত্বপূর্ণ। বাংলা যাদের মাতৃভাষা তারা অন্য ভাষাটাও শিখুন কিন্তু বাংলাকে ভুললে চলবে না।” পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সব ভাষাকে স্বীকৃতি দিয়েছি। তবে আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে হবে। একইসঙ্গে মনে রাখতে হবে এই দেশ ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’। সবকিছুরই প্রয়োজন রয়েছে। সব ভাষা মিলেই আমাদের দেশ।” এর পাশাপাশি ‘আপন বাংলা পোর্টাল’ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সারা পৃথিবীতে আমাদের ভাই-বোনরা ছড়িয়ে রয়েছে। এই প্রোটাল প্রবাসী বাঙালিদের জন্য। যার মাধ্যমে প্রবাসী বাঙালিরা বিদেশে বসেই বাংলার সবকিছু জানতে পারবেন। কোনও রকম সমস্যায় পড়লে তারা সরাসরি এখান থেকে সাহায্য পেতে পারবেন।” এপ্রসঙ্গে রবীন্দ্রনাথের লাইন তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও।”

উল্লেখ্য, ‘আপন বাংলা পোর্টাল’-এর মাধ্যমে প্রবাসী বাঙালি ও ভারতীয়রা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং সেখান থেকে কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কার্ডে পাসপোর্ট নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং তিনি কোন দেশের বাসিন্দা তা উল্লেখ থাকবে। এই কার্ডের মাধ্যমে রাজ্যের বিভিন্ন বাণিজ্য সম্মেলনে সহজেই যোগ দিতে পারবেন প্রবাসী ভারতীয়রা। তবে এইক্ষেত্রে প্রবাসী বাঙালিদের বেশি অগ্রাধিকার দেবে রাজ্য। এরফলে রাজ্যে বিদেশি বিনিয়োগের পথ সুগম হবে। নবান্ন সূত্রের খবর, পোর্টাল চালুর পাশাপাশি চালু করা হবে বিশেষ সহায়তাকেন্দ্র। প্রবাসী বাঙালি ও ভারতীয়দের জন্য বিশেষ পর্যটন পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। এই কার্ড থাকলে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, কলকাতা আন্তর্জাতিক বইমেলার পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সহজেই যোগাযোগ করা যাবে।

spot_img

Related articles

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...