Saturday, August 23, 2025

‘আপন বাংলা পোর্টাল’: ভাষা দিবসে প্রবাসী বাঙালিদের একসুতোয় বাঁধলেন মুখ্যমন্ত্রী

Date:

২১ ফেব্রুয়ারি, আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভাষা দিবসের(Language Day)। বিশেষ এই দিনে প্রবাসী বাঙালিদের একসুতোয় বাঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রবাসী বাঙালিদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ‘আপন বাংলা পোর্টাল’(Apan Bangla Portal)। যার মাধ্যমে প্রবাসী বাঙালিরা বিদেশে বসেই বাংলার সবকিছু জানতে পারবেন। কোনও রকম সমস্যায় পড়লে তারা সরাসরি এখান থেকে সাহায্য পেতে পারবেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাষা মানে ভাবের আদান প্রদান। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইংরেজিটা ভালো করে শিখুন, বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা দরকার। কিন্তু বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলার সময় বাংলা ভাষায় কথা বলাটা গুরুত্বপূর্ণ। বাংলা যাদের মাতৃভাষা তারা অন্য ভাষাটাও শিখুন কিন্তু বাংলাকে ভুললে চলবে না।” পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সব ভাষাকে স্বীকৃতি দিয়েছি। তবে আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে হবে। একইসঙ্গে মনে রাখতে হবে এই দেশ ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’। সবকিছুরই প্রয়োজন রয়েছে। সব ভাষা মিলেই আমাদের দেশ।” এর পাশাপাশি ‘আপন বাংলা পোর্টাল’ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সারা পৃথিবীতে আমাদের ভাই-বোনরা ছড়িয়ে রয়েছে। এই প্রোটাল প্রবাসী বাঙালিদের জন্য। যার মাধ্যমে প্রবাসী বাঙালিরা বিদেশে বসেই বাংলার সবকিছু জানতে পারবেন। কোনও রকম সমস্যায় পড়লে তারা সরাসরি এখান থেকে সাহায্য পেতে পারবেন।” এপ্রসঙ্গে রবীন্দ্রনাথের লাইন তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও।”

উল্লেখ্য, ‘আপন বাংলা পোর্টাল’-এর মাধ্যমে প্রবাসী বাঙালি ও ভারতীয়রা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং সেখান থেকে কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কার্ডে পাসপোর্ট নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং তিনি কোন দেশের বাসিন্দা তা উল্লেখ থাকবে। এই কার্ডের মাধ্যমে রাজ্যের বিভিন্ন বাণিজ্য সম্মেলনে সহজেই যোগ দিতে পারবেন প্রবাসী ভারতীয়রা। তবে এইক্ষেত্রে প্রবাসী বাঙালিদের বেশি অগ্রাধিকার দেবে রাজ্য। এরফলে রাজ্যে বিদেশি বিনিয়োগের পথ সুগম হবে। নবান্ন সূত্রের খবর, পোর্টাল চালুর পাশাপাশি চালু করা হবে বিশেষ সহায়তাকেন্দ্র। প্রবাসী বাঙালি ও ভারতীয়দের জন্য বিশেষ পর্যটন পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। এই কার্ড থাকলে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, কলকাতা আন্তর্জাতিক বইমেলার পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সহজেই যোগাযোগ করা যাবে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version